হাইমচরে ব্যক্তি উদ্যোগে প্রায় ৪ একর ভূমিতে বিভিন্ন প্রজাতির ফলের বাগান করা হয়েছে। উপজেলার ২নং উত্তর আলগী ইউনিয়নের কমলাপুর গ্রামের স্পেন প্রবাসী বিল্লাল হোসেন দুলাল মিজি নিজ উদ্যোগে এ বাগান করেন। বাগানে হাঁড়িভাঙ্গা, ল্যাংড়া, হিমসাগর, বাড়িপুর, বাড়িসাগর, কাঠিমুল, মলি্লকা, সষা, গুরমতি, আম্রপালি, গোপাল গোঘ, কিং অব আফ্রিকা আম, পেয়ারা, থাই সেভেন, থাই ফাইভ, ভিয়েতনামের নারকেল, লেবু, কলম্ব, এলাচির গাছ রয়েছে। রয়েছে সৌদি আরবের মরিয়ম খেজুর, ছাগি খেজুর, আঞ্জুমা খেজুর, মাল্টা, বাড়ি, আন্ডাবান (পয়সা) ও পেঁপে গাছও।
এ ব্যাপারে বিল্লাল হোসেন (দুলাল) বলেন, এ অঞ্চলের মানুষের ধারণা মাল্টা, থাই পেয়ারা ও আম শুধু উত্তরবঙ্গে চাষ হয়। আমি পরীক্ষামূলকভাবে হাইমচরে এসব ফলের চাষ শুরু করেছি। আশা করি সফলতা আসবে। তিনি বলেন, আমি গত বছরেও এ ভূমি থেকে প্রায় সাড়ে সাত লাখ টাকার টমেটো বিক্রি করেছি। এ বছরও চাষ করার প্রস্তুতি নিচ্ছি।
হাইমচর কৃষি কর্মকর্তা বলেন, ব্যক্তি উদ্যোগে ফলের বাগান করলে আমাদের সকল প্রকার সহযোগিতা থাকবে।
ফজর | ৫:২৩ |
যোহর | ১২:১১ |
আসর | ৪:০৩ |
মাগরিব | ৫:৪২ |
এশা | ৬:৫৭ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৯০-সূরা বালাদ ২০ আয়াত, ১ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ৫। সে কি মনে করে যে, কখনও তাহার উপর কেহ ক্ষমতাবান হইবে না? ৬। সে বলে, 'আমি প্রচুর অর্থ নিঃশেষ করিয়াছি।' ৭। সে কি মনে করে যে, তাহাকে কেহ দেখে নাই?
assets/data_files/web
কারো প্রশ্নের জবাব দিতে হলে তা প্রথমে মনোযোগ দিয়ে শোনা। _এমি লাওয়েল।
বৃহস্পতিবার : ২১ জানুয়ারি ২০২১ ফজর : ০৫ : ২৬ মিঃ সূর্যোদয় : ০৬ : ৪৩ মিঃ ইশরাক : ০৭ : ০৬ মিঃ যোহর : ১২ : ১২ মিঃ আছর : ০৩ : ৫৬ মিঃ মাগরিব : ০৫ : ৩৬ মিঃ এশা : ০৬ : ৩৬ মিঃ
যে ব্যক্তি আল্লস্নাহ ও আখেরাতের উপর ঈমান রাখে তার ভালো ও পরিচ্ছন্ন কথা বলা উচিত অথবা নীরব থাকা বাঞ্ছনীয় । পরিচ্ছন্ন কথা হচ্ছে দান কাজের সমতুল্য।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,১২,৪৯৬ | ৮,২৪,৩৫,৪৮২ |
সুস্থ | ৪,৫৬,০৭০ | ৫,৮৪,৪৩,৫১৫ |
মৃত্যু | ৭,৫৩১ | ১৭,৯৯,২৯৪ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |