চাঁদপুর জেলা পরিষদের অর্থায়নে ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিউর মন্দিরের নাট মন্দিরের মেঝের আংশিক টাইলসকরণ কাজের উদ্বোধন করেন জেলা পরিষদ সদস্য মোঃ সাইফুল ইসলাম রিপন। বুধবার সকালে এক লাখ টাকা ব্যয়ে কাজের উদ্বোধনকালে তিনি বলেন, জেলা পরিষদ সর্বদা সকল ধর্মীয় প্রতিষ্ঠানের জন্যে কাজ করে চলছে। সেই ধারাবাহিকতায় ফরিদগঞ্জ উপজেলার কেন্দ্রীয় মন্দিরের এই উন্নয়ন কাজ শুরু হয়েছে। যদিও এই অর্থে চলমান কাজের সম্পূর্ণ শেষ করা সম্ভব হবে না। তবে আমরা চেষ্টা করবো ভবিষ্যতে আরো অর্থ বরাদ্দ দিয়ে বা অন্য কোনো মাধ্যমে নাট মন্দিরের বাকি কাজ সম্পন্ন করতে। উপস্থিত ছিলেন মন্দিরের সাধারণ সম্পাদক উৎপল সাহা, যুগ্ম-সম্পাদক লিটন কুমার দাস, সাংগঠনিক সম্পাদক প্রবীর চক্রবর্তী, সদস্য নারায়ণ রবিদাস ও তমাল পাল।
ফজর | ৫:২৩ |
যোহর | ১২:১১ |
আসর | ৪:০৩ |
মাগরিব | ৫:৪২ |
এশা | ৬:৫৭ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৯০-সূরা বালাদ ২০ আয়াত, ১ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ৫। সে কি মনে করে যে, কখনও তাহার উপর কেহ ক্ষমতাবান হইবে না? ৬। সে বলে, 'আমি প্রচুর অর্থ নিঃশেষ করিয়াছি।' ৭। সে কি মনে করে যে, তাহাকে কেহ দেখে নাই?
assets/data_files/web
কারো প্রশ্নের জবাব দিতে হলে তা প্রথমে মনোযোগ দিয়ে শোনা। _এমি লাওয়েল।
বৃহস্পতিবার : ২১ জানুয়ারি ২০২১ ফজর : ০৫ : ২৬ মিঃ সূর্যোদয় : ০৬ : ৪৩ মিঃ ইশরাক : ০৭ : ০৬ মিঃ যোহর : ১২ : ১২ মিঃ আছর : ০৩ : ৫৬ মিঃ মাগরিব : ০৫ : ৩৬ মিঃ এশা : ০৬ : ৩৬ মিঃ
যে ব্যক্তি আল্লস্নাহ ও আখেরাতের উপর ঈমান রাখে তার ভালো ও পরিচ্ছন্ন কথা বলা উচিত অথবা নীরব থাকা বাঞ্ছনীয় । পরিচ্ছন্ন কথা হচ্ছে দান কাজের সমতুল্য।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,১২,৪৯৬ | ৮,২৪,৩৫,৪৮২ |
সুস্থ | ৪,৫৬,০৭০ | ৫,৮৪,৪৩,৫১৫ |
মৃত্যু | ৭,৫৩১ | ১৭,৯৯,২৯৪ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |