গানে এবং কবিতায় ফরিদগঞ্জ লেখক ফোরাম স্মরণ করলো ৫২'র ভাষা আন্দোলনের মহান শহীদদের। ২১ ফেব্রুয়ারি রোববার সকালে উপজেলার ৬নং গুপ্টি ইউনিয়নে 'রাউফেন মজিদ স্মৃতি পাঠাগার মিলনায়তনে' এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে ভোরে প্রভাতফেরির মাধ্যমে ফরিদগঞ্জ উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৯টায় সংগঠনের সদস্যরা খাজুরিয়ার উদ্দেশ্যে রওনা দেন। প্রায় এক ঘন্টার মধ্যে টিম লেখক ফোরাম সেখানে উপস্থিত হয়। এ সময় সদস্যরা পুরো পাঠাগার ভবনটি ঘুরে ঘুরে দেখেন। সকাল ১১টায় সংগঠনের প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক নূরুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় বিশেষ আড্ডা অনুষ্ঠিত হয়। আড্ডায় কবিতা পাঠ করেন সাবেক সভাপতি ফাতেমা আক্তার শিল্পী, বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছিন দেওয়ান, সদস্য শারমিন আক্তার ও সাবেক সাংগঠনিক সম্পাদক তৃপ্তি মনি। গান পরিবেশন করেন বর্তমান কমিটির দপ্তর সম্পাদক রাসেল মাহমুদ, সদস্য শারমিন আক্তার, মহাপরিচালক নূরুল ইসলাম ফরহাদ ও সাবেক সাধারণ সম্পাদক শামিম হাসান।
এ সময় রাউফেন মজিদ স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি রোটারিয়ান গিয়াস উদ্দিনের সৌজন্যে সেরা অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হয়েছে। এরা হলেন রাসেল মাহমুদ ও শারমিন আক্তার। সার্বিক তত্ত্বাবধানের জন্যে যুগ্ম-সম্পাদক মোঃ সাহেদকেও পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলন ধ্রুপদীর সাধারণ সম্পাদক খাদিজা আক্তার, ফরিদগঞ্জ লেখক ফোরামের সহ-সাধারণ সম্পাদক মোঃ সাহেদ হোসেন, অর্থ সম্পাদক কাউছার হোসেন, সদস্য সৌরভ, সুমাইয়া, ধ্রুপদীর সদস্য ফাতেমা আক্তার রিতা, তামিয়া, রেহানা প্রমুখ।
ফজর | ৪:১৯ |
যোহর | ১১:৫৯ |
আসর | ৪:৩১ |
মাগরিব | ৬:২৩ |
এশা | ৭:৩৮ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৯৬-সূরা 'আলাক ১৯ আয়াত, ১ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ১৮। আমিও আহ্বান করিব জাহান্নামের প্রহরীদিগকে। ১৯। সাবধান! তুমি উহার অনুসরণ করিও না এবং সিজদা কর ও আমার নিকটবর্তী হও।
আমার জিহ্বা যদিও আমার আত্মা নয়, তবুও তার ইচ্ছা আছে। -শেঙ্পিয়র।
নফস্কে দম করাই সর্বপ্রথম জিহাদ।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৬,৪৪,৪৩৯ | ১৩,২১,৯৪,৪৪৭ |
সুস্থ | ৫,৫৫,৪১৪ | ১০,৬৪,২৬,৮২২ |
মৃত্যু | ৯,৩১৮ | ২৮,৬৯,৩৬৯ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |