চাঁদপুর কণ্ঠ চাঁদপুরের ২৬ লাখ মানুষের প্রাণের কণ্ঠ। আমি সূচনালগ্ন থেকে এ পত্রিকাটির নিয়মিত পাঠক। চেম্বারে এসে আগে দেখি চাঁদপুর কণ্ঠ টেবিলে রাখা আছে কি না। রোগী দেখার ফাঁকে, অবসরে এ পত্রিকাটি পড়ি। দীর্ঘদিনের পাঠক হিসেবে জানি, চাঁদপুর কণ্ঠ পড়লে মুহূর্তেই জেলার সমস্ত গুরুত্বপূর্ণ খবরাখবর জানা হয়ে যায়। পাশাপাশি পত্রিকাটির অনেকগুলো আকর্ষণীয় বিভাগও রয়েছে। যেগুলো পড়ে অনেক বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা যায়।
আমি চাঁদপুর কণ্ঠকে ভালোবাসি। ভালোবাসি, তবে এমনি এমনি ভালোবাসি না। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সঠিক তথ্যটি পাঠকের কাছে পেঁৗছে দেয় বলে চাঁদপুর কণ্ঠকে ভালোবাসি। সংবাদ পরিবেশনের বাইরে এ পত্রিকাটির সামাজিক কর্মকা-েও আমি মুগ্ধ। বিশেষ করে চাঁদপুর কণ্ঠের বিতর্ক প্রতিযোগিতার আয়োজনে আমি অনেকবার গিয়েছি। সেখানে শত শত শিক্ষার্থীর বিতর্ক চর্চা দেখে অভিভূত হয়েছি। এজন্যে পাঠক ও শুভাকাঙ্ক্ষী হিসেবে আমি চাঁদপুর কণ্ঠের সম্পাদক ও প্রধান সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই।
দীঘদিনের সুসংগঠিত পথচলায় চাঁদপুর কণ্ঠ নিজস্বতা অর্জন করেছে। পাঠকমহলে চাঁদপুর কণ্ঠ স্বতন্ত্র একটি নাম। ২৫ বছর পূর্তিতে আমি প্রত্যাশা করি, চাঁদপুর কণ্ঠ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সামাজিক কর্মকা-ে সম্পৃক্ত থাকার মাধ্যমে চাঁদপুরের গৌরবোজ্জ্বল পথচলায় অর্থবহ ভূমিকা রাখবে। (অনুলিখিত)
ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা।
ফজর | ৫:২৩ |
যোহর | ১২:০৯ |
আসর | ৩:৫৯ |
মাগরিব | ৫:৩৮ |
এশা | ৬:৫৪ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৮৯-সূরা ফাজর : ৩০ আয়াত, ১ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
assets/data_files/web
প্রকৃতি বিধাতার অমূল্য দান। _টমাস
যাহার একদিনের সংস্থান আছে ভিক্ষা করা তাহার জন্য নিষিদ্ধ।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,১২,৪৯৬ | ৮,২৪,৩৫,৪৮২ |
সুস্থ | ৪,৫৬,০৭০ | ৫,৮৪,৪৩,৫১৫ |
মৃত্যু | ৭,৫৩১ | ১৭,৯৯,২৯৪ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |