সালমা সুলতানা ইতি হাইমচর সরকারি কলেজ বিতর্ক দলের দলপ্রধান। স্কুলজীবনেই সে অংশ নেয় পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিকর্কে। সেজন্যে কলেজ জীবনে নেতৃত্বের সুযোগ পেয়েই সাফল্যের পরিচয় দেয়। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। 'বিতর্কায়নে'র প্রশ্নমালার জবাব দিয়েছে তাৎক্ষণিক। সে জবাব নিম্নরূপ-
বিতর্কায়ন : পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক নিয়ে তোমার অনুভূতি কী?
সালমা সুলতানা ইতি : পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক আমার কাছে এমন একটি প্লাটফর্ম, যেখানে নিজেকে চিনতে পেরেছি। ২ বছরের অভিজ্ঞতায় প্রত্যেকটি পর্বই আমার কাছে খুব ভালো লেগেছে।
বিতর্কায়ন : জিতলেই কেবল বিতর্ক করবে, আর হেরে গেলে করবে না-এমন মানসিকতাই কি পোষণ করছো?
সালমা সুলতানা ইতি : কখনোই না। হারলে হারার কারণ অর্থাৎ নিজের দুর্বলতাগুলোকে খুঁজে পরের বছর সেই দুর্বলতাগুলোকে দূর করে আবারো লড়াই করবো।
বিতর্কায়ন : বিতর্কের পথচলায় কী কী প্রতিবন্ধকতা অনুভব করো?
সালমা সুলতানা ইতি : বিতর্কের পথচলায় সবসময় সবার উৎসাহ পেয়েছি। তবে একটা কথা শুনতে হয়েছে, হাইমচর থেকে কেউ ভালো করতে পারেনি, তোমরা কী করবে?
বিতর্কায়ন : পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্কের আয়োজনে আরো কী কী যোগ করলে তোমার ভালো লাগবে?
সালমা সুলতানা ইতি : পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠের বিতর্কের সকল আয়োজনই আমার ভালো লাগে। আশা করি এসব আয়োজন আরও উন্নত হবে।
বিতর্কায়ন : উপরোক্ত প্রশ্নমালার বাইরে তোমার কোনো বক্তব্য থাকলে কিংবা তোমার জীবনের লক্ষ্য নিয়ে বলতে পারো।
সালমা সুলতানা ইতি : ছোট থেকেই স্বপ্ন দেখি একজন শিক্ষক হবো। হাজারো শিক্ষার্থীর সামনে নিজেকে দাঁড় করাব। আর বিতর্ক এমন একটি শিল্প, যার মাধ্যমে নিজেকে দাঁড় করানোর সাহস পেয়েছি।
ফজর | ৫:২৩ |
যোহর | ১২:১১ |
আসর | ৪:০৪ |
মাগরিব | ৫:৪৩ |
এশা | ৬:৫৮ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৪৮-সূরা ফাত্হ্
assets/data_files/web
কারো প্রশ্নের জবাব দিতে হলে তা প্রথমে মনোযোগ দিয়ে শোনা। _এমি লাওয়েল।
বৃহস্পতিবার : ২১ জানুয়ারি ২০২১ ফজর : ০৫ : ২৬ মিঃ সূর্যোদয় : ০৬ : ৪৩ মিঃ ইশরাক : ০৭ : ০৬ মিঃ যোহর : ১২ : ১২ মিঃ আছর : ০৩ : ৫৬ মিঃ মাগরিব : ০৫ : ৩৬ মিঃ এশা : ০৬ : ৩৬ মিঃ
যে ব্যক্তি আল্লস্নাহ ও আখেরাতের উপর ঈমান রাখে তার ভালো ও পরিচ্ছন্ন কথা বলা উচিত অথবা নীরব থাকা বাঞ্ছনীয় । পরিচ্ছন্ন কথা হচ্ছে দান কাজের সমতুল্য।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,১২,৪৯৬ | ৮,২৪,৩৫,৪৮২ |
সুস্থ | ৪,৫৬,০৭০ | ৫,৮৪,৪৩,৫১৫ |
মৃত্যু | ৭,৫৩১ | ১৭,৯৯,২৯৪ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |