ফাইযা তাসনিম স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমি, মতলব (দঃ) বিতর্ক দলের দলপ্রধান। বিতর্কের প্রতি তার ভীষণ অনুরাগ। সেজন্যে সবাইকে তাক লাগিয়ে উপজেলায় চ্যাম্পিয়ন হয়েছে। 'বিতর্কায়নে'র মুখোমুখি হয়ে তাৎক্ষণিক ব্যক্ত করেছে তার উচ্ছ্বাসমাখা কথা_
বিতর্কায়ন : পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক নিয়ে তোমার অনুভূতি কী?
ফাইযা তাসনিম : পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক আমার জীবনের একটি নতুন মাত্রা। এখান থেকেই আমি আমার জীবনের প্রতিটি মুহূর্তকে চ্যালেঞ্জ করে বাঁচবার অভিজ্ঞতা লাভ করেছি। আশা করছি এ অভিজ্ঞতা আমি জাতীয় ও সামাজিকভাবে কাজে লাগাবো।
বিতর্কায়ন : জিতলেই কেবল বিতর্ক করবে, আর হেরে গেলে করবে না_এমন মানসিকতাই কি পোষণ করছো?
ফাইযা তাসনিম : যুদ্ধ সবাই করে, কিন্তু সবাই জিতে না। আমিও হাল ছাড়বার পাত্র নই। জীবনে বাকি সময়টা বিতর্কের সাথে একজন বিতার্কিক হিসাবেই থাকবো এবং জীবনযুদ্ধে তার প্রভাবকে কাজে লাগাবো। কারণ যে আসে বিতর্কে সে হারে না।
বিতর্কায়ন : বিতর্কের পথচলায় কী কী প্রতিবন্ধকতা অনুভব করো?
ফাইযা তাসনিম : আমি মফস্বলে বড় হচ্ছি। শহরের মত এখানে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নেই। কিন্তু আমার আগ্রহ আছে অনেক। যদি উপযুক্ত ট্রেনিং পেতাম তাহলে উপকৃত হতাম। তারপরও আমার স্কুলের স্যাররা আন্তরিকভাবে এ নিয়ে কাজ করছে।
বিতর্কায়ন : পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্কের আয়োজনে আরো কী কী যোগ করলে তোমার ভালো লাগবে?
ফাইযা তাসনিম : আমার মত ছোট বিতার্কিকদের জন্য আলাদা ডায়াসের ব্যবস্থা করলে উপকৃত হতাম।
বিতর্কায়ন : উপরোক্ত প্রশ্নমালার বাইরে তোমার কোনো বক্তব্য থাকলে কিংবা তোমার জীবনের লক্ষ্য নিয়ে বলতে পারো।
ফাইযা তাসনিম : একাদশ পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমরা গর্বিত এবং আমি ও আমার দলের সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি।
ফজর | ৫:২২ |
যোহর | ১২:১২ |
আসর | ৪:০৭ |
মাগরিব | ৫:৪৫ |
এশা | ৭:০১ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৪৮-সূরা ফাত্হ্
assets/data_files/web
বোকা এবং তার টাকা খুব শীঘ্রই বিতর্কের বিষয় হয়ে দাঁড়ায়। _টমাস টুমার।
যার দ্বারা মানবতা উপকৃত হয়, তিনিই মানুষের মধ্যে শ্রেষ্ঠ।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,১২,৪৯৬ | ৮,২৪,৩৫,৪৮২ |
সুস্থ | ৪,৫৬,০৭০ | ৫,৮৪,৪৩,৫১৫ |
মৃত্যু | ৭,৫৩১ | ১৭,৯৯,২৯৪ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |