১৯৯৮ সালের এইদিনে চাঁদপুর শহরের আদর্শ মুসলিম পাড়ায় প্রচ- শীতে আগুন পোহাতে গিয়ে অগি্নদগ্ধ হয়ে এক বৃদ্ধা মারা যায়।
২০০৩ সালের এইদিনে হাজীগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক মানবসমাজ পত্রিকার কর্মী মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যায়।
২০১২ সালের এইদিনে হাজীগঞ্জের তারালিয়া গ্রামের মিজি বাড়িতে প্রবাসী রহমত উল্লাহর ঘরে খাদ্য বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে একই পরিবারের ৪ জন অচেতন হয়ে পড়ে।
২০১৩ সালের এইদিনে চাঁদপুরের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব সাবেক গণপরিষদ সদস্য ও চাঁদপুর পৌরসভার দু'বারের সফল চেয়ারম্যান মরহুম আব্দুল করিম পাটওয়ারীর ১৩তম মৃত্যুবার্ষিকী ও তাঁর সহধর্মিণী ফাতেমা বেগমের মৃত্যুবার্ষিকী চাঁদপুর শহরের তালতলা পাটওয়ারী বাড়িতে পালিত হয়।
২০১৫ সালের এইদিনে শাহরাস্তির সূয়াপাড়া হান্নান ফিলিং স্টেশন সংলগ্ন স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সূচীপাড়া ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সিনিয়র প্রভাষক উম্মে তামিমা (৩৮) ট্রাক চাপায় মারা যান।
২০১৭ সালের এইদিনে মতলব-বাবুরহাট-পেন্নাই সড়কের ডাকঘর বটগাছতলা এলাকায় মোটর সাইকেল চাপায় হামিদুল ফকির (৭০) নামে এক বৃদ্ধ নিহত ও ১ জন আহত হয়।
ফজর | ৫:২৩ |
যোহর | ১২:১১ |
আসর | ৪:০৩ |
মাগরিব | ৫:৪২ |
এশা | ৬:৫৭ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৯০-সূরা বালাদ ২০ আয়াত, ১ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ৫। সে কি মনে করে যে, কখনও তাহার উপর কেহ ক্ষমতাবান হইবে না? ৬। সে বলে, 'আমি প্রচুর অর্থ নিঃশেষ করিয়াছি।' ৭। সে কি মনে করে যে, তাহাকে কেহ দেখে নাই?
assets/data_files/web
কারো প্রশ্নের জবাব দিতে হলে তা প্রথমে মনোযোগ দিয়ে শোনা। _এমি লাওয়েল।
বৃহস্পতিবার : ২১ জানুয়ারি ২০২১ ফজর : ০৫ : ২৬ মিঃ সূর্যোদয় : ০৬ : ৪৩ মিঃ ইশরাক : ০৭ : ০৬ মিঃ যোহর : ১২ : ১২ মিঃ আছর : ০৩ : ৫৬ মিঃ মাগরিব : ০৫ : ৩৬ মিঃ এশা : ০৬ : ৩৬ মিঃ
যে ব্যক্তি আল্লস্নাহ ও আখেরাতের উপর ঈমান রাখে তার ভালো ও পরিচ্ছন্ন কথা বলা উচিত অথবা নীরব থাকা বাঞ্ছনীয় । পরিচ্ছন্ন কথা হচ্ছে দান কাজের সমতুল্য।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,১২,৪৯৬ | ৮,২৪,৩৫,৪৮২ |
সুস্থ | ৪,৫৬,০৭০ | ৫,৮৪,৪৩,৫১৫ |
মৃত্যু | ৭,৫৩১ | ১৭,৯৯,২৯৪ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |