ফজর | ৫:০৭ |
যোহর | ১১:৫০ |
আসর | ৩:৩৬ |
মাগরিব | ৫:১৫ |
এশা | ৬:৩২ |
সৌজন্যে- হোটেল অস্টার ইকো
কলাতলী, কক্সবাজার
মুঠোফোন : ০১৭৭৭৬৩১৬৯১, ১৮১২৫১৬৫৯০
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৫৮-সূরা মুজাদালা ২২ আয়াত, ৩ রুকু, মাদানী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ১৮। যে দিন আল্লাহ পুনরুত্থিত করিবেন উহাদের সকলকে, তখন উহারা আল্লাহর নিকট সেইরূপ শপথ করিবে যেইরূপ শপথ তোমাদের নিকট করে এবং উহারা মনে করে যে, ইহাতে উহারা ভালো কিছুর উপর রহিয়াছে। সাবধান! উহারাই তো প্রকৃত মিথ্যাবাদী।
দুর্বলের পক্ষে সবলের অনুকরণ ভয়াবহ। -দ্বিজেন্দ্রনাথ ঠাকুর।
দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান চর্চায় নিজেকে উৎসর্গ করো।
|
ঈগলের ক্ষুধার্ত চোখের রক্ত ছিটানো
লোমশ থাবা আর ক্ষমতার লোলুপ চাহনির
মুহুর্মুহু বুলেটের আঘাতে অর্ধমৃত বিক্ষত গণতন্ত্র
যখন আটকা পড়েছিল স্বৈরাচারের গ্রাসে
লজ্জায় সঙ্কুচিত গণতন্ত্র সেদিন চাঁদপুরের বুকে।
দুর্বার বিদ্রোহী জিয়াউর রহমান রাজু সেদিনের মহানায়ক
দুঃসাহসী বুক পেতে বুলেটের বিনিময়ে
প্রতিষ্ঠিত করেছে গণতন্ত্রের মুক্তি।
শহিদ রাজু চাঁদপুরে নিহত এক আকাশছোঁয়া গর্বের নাম
খাকিপোশাকিদের নির্মম বুলেটের রক্তাক্ত বুক তাঁর গণতন্ত্র।
রাজুর তাজা রক্ত চাপা পড়েনি আজও ভেজা ঘাসে
তবুও স্মৃতির অ্যালবাম পা-ুর রং ধরছে ক্রমশ
জাতির কোথাও কেউ যেন বলে না ভুলে
বিদ্রোহী রাজুরা একদিনেই গেছে চলে।
রাজুরা যায় না; যুগে যুগে আসে শক্তি হয়ে
প্রেরণা হয়ে; আসে হায়েনার দাঁতভাঙা জবাব দিতে।
মিনতি করে সুধাই_
এত বছর পর আমরা কি পেয়েছি প্রকৃত গণতন্ত্র ?
যতবার গণতন্ত্র আটকা পড়বে দুর্বৃত্তায়নে
ক্ষমতালোভী কথিত গণতন্ত্রীদের খপ্পরে
ততবার রাজুরা শক্তি উৎসাহ সাহস মুষ্টিহাত।
আর কত খালি হবে দুঃখী মায়ের বুক
আর কত শহিদ হবে রাজু কিংবা
নূর হোসেনের মতো অমিততেজি প্রাণ!
গণতন্ত্রের মুক্তিতে রাজু দিল প্রাণ
হৃদয়ের সহস্র অর্ঘ্য খুলে তাই শ্রদ্ধা জানাই।
রচনা : ০১ ডিসেম্বর, ২০০৫ খ্রিঃ।
হ্যাঁ | না | মতামত নেই |