বিজ্ঞাপন দিন
ফজর | ৪:১০ |
যোহর | ১১:৫৭ |
আসর | ৪:৩১ |
মাগরিব | ৬:২৭ |
এশা | ৭:৪৩ |
সৌজন্যে- হোটেল অস্টার ইকো
কলাতলী, কক্সবাজার
মুঠোফোন : ০১৭৭৭৬৩১৬৯১, ১৮১২৫১৬৫৯০
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
২৮-সূরা কাসাস ৮৮ আয়াত, ৯ রুকু, ‘মক্কী’ পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ২৯। মূসা যখন তাহার মেয়াদ পূর্ণ করিবার পর সপরিবারে যাত্রা করিল, তখন সে তূর পর্বতের দিকে আগুন দেখতে পাইল। সে তাহার পরিজনবর্গকে বলিল, ‘তোমরা অপেক্ষা কর, আমি আগুন দেখিয়াছি, সম্ভবত আমি সেথা হইতে তোমাদের জন্য খবর আনিতে পারি অথবা একখন্ড জ্বলন্ত কাষ্ঠ আনিতে পারি যাহাতে তোমরা আগুন পোহাইতে পার।’ দয়া করে এই অংশটুকু হেফাজত করুন প্রকৃতি বিধাতার অমূল্য দান। -টমাস ফুলার। যার হৃদয়ে বিন্দু পরিমাণ অহঙ্কার আছে সে কখনো বেহেস্তে প্রবেশ করতে পারবেনা। |
মোবাইল ফোন রিচার্জ অ্যাসোসিয়েশন পুরাণবাজার শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৯ মে শুক্রবার বিকেলে পুরাণবাজার ওচমানিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় জেলা মোবাইল ফোন রিচার্জ অ্যাসোসিয়েশনের সভাপতি আঃ জলিল মিয়াজীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার তালিমুল কুরআন বিভাগের পরিচালক মাওঃ অলি উল্ল্যা।
জেলা মোবাইল ফোন রিচার্জ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ সোলায়মানের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, ইদ্রিস খান সুমন, নির্বাহী সদস্য নূর মোহাম্মদ নূরু, সদস্য সোহরাব হোসেন, উপদেষ্টা মোঃ সবুজ, পুরাণবাজার কমিটির প্রধান উপদেষ্টা মোঃ আনোয়ারুল হক নাইম, হারুনুর রশীদ, সভাপতি মোঃ মুকবুল হোসেন লিটন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মিয়াজী, যুগ্ম-আহ্বায়ক মোঃ ওমর ফারুক তালুকদার, সদস্য মোঃ শাহাদাত হোসাইন প্রমুখ।
পরে উপস্থিত সকল মোবাইল ব্যাবসায়ীর সর্বসম্মতিক্রমে মোবাইল ফোন রিচার্জ অ্যাসোসিয়েশন পুরাণবাজার শাখার কমিটি গঠন করা হয়। কমিটির নেতৃবৃন্দরা হলো : সভাপতি মোঃ মুকবুল হোসেন লিটন, সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশীদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মিয়াজী, সহ-সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মোঃ তারেক বেপারী, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রমজান মিজি, কোষাধ্যক্ষ দিপঙ্কর দে বাবু, সহ-কোষাধ্যক্ষ মোঃ নাছির মুন্সি, প্রচার সম্পাদক মোঃ শাহাদাত হোসাইন, সহ-প্রচার সম্পাদক মোঃ সোলায়মান আখন্দ (শাকিল), প্রধান উপদেষ্টা মুহাম্মদ আনোয়ারুর নাইম, উপদেষ্টা আব্দুল্লা তপাদার, ইসমাইল খান, কার্যকরী সদস্য মিজান মিয়াজী, হামিদ বেপারী, বিকাশ সাহা, মোবারক হোসেন জয়নাল আবেদীন, খোরশেদ আলম, বিল্লাল হোসেন, বাদশা মিজি, শঙ্কর দে, নূরে আলম সুমন।
হ্যাঁ | না | মতামত নেই |
মুদ্রা | বিক্রয় | ক্রয় |
ইউএস ডলার | ৭৯.৯৫ | ৭৮.০০ |
ইউরো | ৮৭.৭৫ | ৮৫.৪০ |
ব্রিটিশ পাউন্ড | ১১০.৭৩ | ১০৮.২৯ |
ভারতীয় রুপি | ১.১৬ | ১.০৬ |
জাপানি ইয়েন | ০.৭০ | ০.৬৯ |
অস্ট্রেলিয়ান ডলার | ৫৭.১১ | ৫৫.৮৮ |
কানাডিয়ান ডলার | ৫৮.০২ | ৫৬.৭৯ |
সিঙ্গাপুর ডলার | ৫৬.৭৭ | ৫৫.৫৬ |
সৌদি রিয়াল | ২১.২২ | ২০.৬৯ |
মালয়শিয়ান রিঙ্গিত | ১৮.৯২ | ১৮.৫০ |
ইউএই দিরহাম | ২১.৬৭ | ২১.১৩ |
সুইস ফ্রাংক | ৮০.৪৮ | ৭৮.৭২ |
কুয়েতি দিনার | ২৫৮.২০ | ২৪৮.০০ |