ফজর | ৫:১৫ |
যোহর | ১২:১৩ |
আসর | ৪:১৮ |
মাগরিব | ৫:৫৭ |
এশা | ৭:১১ |
সৌজন্যে- হোটেল অস্টার ইকো
কলাতলী, কক্সবাজার
মুঠোফোন : ০১৭৭৭৬৩১৬৯১, ১৮১২৫১৬৫৯০
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৩৪-সূরা সাবা ৫৪ আয়াত, ৬ রুকু, মাক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
০১। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি নভোমন্ডলে যা আছে এবং ভূমন্ডলে যা আছে সব কিছুর মালিক এবং তাঁরই প্রশংসা পরকালে। তিনি প্রজ্ঞাময়, সর্বজ্ঞ। ০২। তিনি জানেন যা ভূগর্ভে প্রবেশ করে, যা সেখান থেকে নির্গত হয়, যা আকাশ থেকে বর্ষিত হয় এবং যা আকাশে উত্থিত হয়। তিনি পরম দয়ালু ক্ষমাশীল। দয়া করে এই অংশটুকু হেফাজত করুন
দুঃখ কখনো একা আসে না, সে দল বেঁধে আসে। -সেঙ্পিয়ার।
যাদের সামর্থ্য থাকা অবস্থায় হজ্ব করল না তারা ইয়াহুদী হইয়া মরুক অথবা নাসারা হইয়া মরুক তাতে আমার কিছু আসে যায় না।
|
'ভালোবাসাই শক্তির উৎস' এ সস্নোগান নিয়ে আন্তর্জাতিক সেবা, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন মিঠুন ফ্রেন্ডস্ অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার উদ্যোগে অসহায় দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী। এ সময় তিনি বলেন, অসহায় দরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো এক সত্যিই মহৎ ও মানবিক উদ্যোগ। আমি এ সংগঠনের সকলকে ধন্যবাদ জানাই তারা নিজস্ব উদ্যোগে মানবতার সেবা করে যাচ্ছে।
উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি রহিম বাদশা, সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি পলাশ কুমার দে, সহ-সভাপতি আঃ মমিন মিতু, সুমন চন্দ্র দে, সাধারণ সম্পাদক আঃ করিম হাওলাদার, সদস্য আঃ খালেক গাজী মিন্টু, মোঃ কাকন খান, মোঃ মামুন খান, জিএম সাইফুল ইসলাম সুমন, চন্দন দে, ইকবাল মৃধা, শাহীন শেখসহ সদস্যবৃন্দ। উল্লেখ্য, মিঠুন ফ্রেন্ডস্ অ্যাসোসিয়েশন চলতি বছর ২১ বছরের পদার্পণ করেছে।
হ্যাঁ | না | মতামত নেই |
মুদ্রা | বিক্রয় | ক্রয় |
ইউএস ডলার | ৭৯.৯৫ | ৭৮.০০ |
ইউরো | ৮৭.৭৫ | ৮৫.৪০ |
ব্রিটিশ পাউন্ড | ১১০.৭৩ | ১০৮.২৯ |
ভারতীয় রুপি | ১.১৬ | ১.০৬ |
জাপানি ইয়েন | ০.৭০ | ০.৬৯ |
অস্ট্রেলিয়ান ডলার | ৫৭.১১ | ৫৫.৮৮ |
কানাডিয়ান ডলার | ৫৮.০২ | ৫৬.৭৯ |
সিঙ্গাপুর ডলার | ৫৬.৭৭ | ৫৫.৫৬ |
সৌদি রিয়াল | ২১.২২ | ২০.৬৯ |
মালয়শিয়ান রিঙ্গিত | ১৮.৯২ | ১৮.৫০ |
ইউএই দিরহাম | ২১.৬৭ | ২১.১৩ |
সুইস ফ্রাংক | ৮০.৪৮ | ৭৮.৭২ |
কুয়েতি দিনার | ২৫৮.২০ | ২৪৮.০০ |