ফজর | ৫:১১ |
যোহর | ১২:১৩ |
আসর | ৪:২১ |
মাগরিব | ৬:০১ |
এশা | ৭:১৪ |
সৌজন্যে- হোটেল অস্টার ইকো
কলাতলী, কক্সবাজার
মুঠোফোন : ০১৭৭৭৬৩১৬৯১, ১৮১২৫১৬৫৯০
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৩৫-সূরা ফাতির
মহৎ কারণে যার মৃত্যু ঘটে সে অপরাজেয়। ঈর্ষা ও পরশ্রীকাতরতা থেকে দূরে থাকবে, কারণ অগ্নি যেমন কাঠ পুড়িয়ে খেয়ে ফেলে, সেইরূপ ঈর্ষাও সৎকার্য খেয়ে নিঃশেষ করে ফেলে। |
বর্তমান সরকারের দুই মেয়াদে চাঁদপুর-৩ নির্বাচনী এলাকায় যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণ হয়েছে এর সাথে যুক্ত হলো আরো দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ বিদ্যালয় দুটি হলো ১২৫নং কেজি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পশ্চিম বিষ্ণুদী পৌর প্রাথমিক বিদ্যালয়। চাঁদপুর শহরের এ দুটি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন ও উর্ধ্বমুখী সম্প্রসারিত ভবন নির্মাণে ব্যয় হয়েছে ১ কোটি টাকারও বেশি। গতকাল মঙ্গলবার এ দুটি বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেছেন ডাঃ দীপু মনি এমপি।
চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি গতকাল মঙ্গলবার প্রথমে চাঁদপুর শহরের কবি নজরুল সড়কস্থ (সাবেক স্ট্র্যান্ড রোড) ১২৫নং কেজি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করেন। তিনি উদ্বোধনী ফলক উন্মোচনের পর দোয়া ও মোনাজাত করা হয়। এরপর সংক্ষিপ্ত আলোচনায় ডাঃ দীপু মনি ছাড়াও বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির পক্ষে আবুল কালাম পাটওয়ারী। পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাতেমা বেগম। এরপর বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীরা প্রধান অতিথির উদ্দেশ্যে নৃত্য পরিবেশন করে।
এ বিদ্যালয়ের ভবন উদ্বোধন শেষে ডাঃ দীপু মনি পশ্চিম বিষ্ণুদী পৌর প্রাথমিক বিদ্যালয়ের ঊর্ধ্বমুখী সম্প্রসারিত ভবন উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফারজানা পারভীন ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ হারুন-অর-রশিদসহ শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
উভয় অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপজেলা প্রকৌশলী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১২৫নং কেজি সরকারি প্রাথমিক বিদ্যালয়টির ৪ তলা ভিতের উপর নূতন দ্বিতল ভবন নির্মিত হয়। যার নির্মাণ ব্যয় হয়েছে ৫১ লক্ষাধিক টাকা। আর পশ্চিম বিষ্ণুদী পৌর প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন একতলা ভবনের উপর নূতন করে দ্বিতীয় ও তৃতীয় তলা ভবন নির্মাণ করা হয়। এর জন্যে ব্যয় হয়েছে প্রায় ৫০ লাখ টাকা।
হ্যাঁ | না | মতামত নেই |
মুদ্রা | বিক্রয় | ক্রয় |
ইউএস ডলার | ৭৯.৯৫ | ৭৮.০০ |
ইউরো | ৮৭.৭৫ | ৮৫.৪০ |
ব্রিটিশ পাউন্ড | ১১০.৭৩ | ১০৮.২৯ |
ভারতীয় রুপি | ১.১৬ | ১.০৬ |
জাপানি ইয়েন | ০.৭০ | ০.৬৯ |
অস্ট্রেলিয়ান ডলার | ৫৭.১১ | ৫৫.৮৮ |
কানাডিয়ান ডলার | ৫৮.০২ | ৫৬.৭৯ |
সিঙ্গাপুর ডলার | ৫৬.৭৭ | ৫৫.৫৬ |
সৌদি রিয়াল | ২১.২২ | ২০.৬৯ |
মালয়শিয়ান রিঙ্গিত | ১৮.৯২ | ১৮.৫০ |
ইউএই দিরহাম | ২১.৬৭ | ২১.১৩ |
সুইস ফ্রাংক | ৮০.৪৮ | ৭৮.৭২ |
কুয়েতি দিনার | ২৫৮.২০ | ২৪৮.০০ |