বিজ্ঞাপন দিন
ফজর | ৪:০৮ |
যোহর | ১১:৫৭ |
আসর | ৪:৩১ |
মাগরিব | ৬:২৭ |
এশা | ৭:৪৪ |
সৌজন্যে- হোটেল অস্টার ইকো
কলাতলী, কক্সবাজার
মুঠোফোন : ০১৭৭৭৬৩১৬৯১, ১৮১২৫১৬৫৯০
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৩৭- সূরা আস-সাফফাত ১৮২ আয়াত, ৫ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
৩২। আমরা তোমাদেরকে পথভ্রষ্ট করেছিলাম। কারণ আমরা নিজেরাই পথভ্রষ্ট ছিলাম। ৩৩। তারা সবাই সেদিন শান্তিতে শরীক হবে। ৩৪। অপরাধীদের সাথে আমি এমনি ব্যবহার করে থাকি। ৩৫। তাদের যখন বলা হত, আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই, তখন তারা ঔদ্ধত্য প্রদর্শন করত। দয়া করে এই অংশটুকু হেফাজত করুন
উৎকৃষ্ট বীজ থেকেই উত্তম বৃক্ষ জন্ম নেয়। -জনগে।
পিতার আনন্দে খোদার আনন্দ এবং পিতার অসন্তুষ্টিতে খোদার অসন্তুষ্টি
|
শাহরাস্তিবাসীর দুর্ভোগের অপর নাম প্রধান সড়ক। দীর্ঘদিন যাবৎ সড়কটির বেহাল দশার কারণে জনগণ দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম উক্ত সড়কটির দীর্ঘমেয়াদী কাজ করার জন্য বহুবার চেষ্টা করেও কোনো সমাধান করতে পারেননি। এলাকার বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হলেও শুধু রাস্তাটির কাজের জন্যে সব উন্নয়নে ভাটা পড়ে যায়। গতকাল বিকেলে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি শোনালেন সু-খবর। গত ৮ এপ্রিল একনেকে অনুমোদন দেয়া হয় চাটখিল-চিতোষী-উঘারিয়া-সূচীপাড়া-দোয়াভাঙ্গা সড়ক। কিছু দিনের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে বাস্তবে দেখা যাবে কাজের অগ্রগতি।
তিনি জানান, একটি কুচক্রী মহল কাজটি যেন না হয় সে ব্যাপারে চেষ্টা করেছিল। জনসম্মুখে তাদের নাম প্রকাশ করা হবে। তিনি আরও জানান, দোয়াভাঙ্গা হতে পানিওয়ালা সড়ক অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অতি অল্পসময়ে এই রাস্তাটির কাজও করা হবে।
তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জাবাব দেন এবং সাংবাদিকদের সাথে প্রাণবন্ত আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ, পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, সহকারী কমিশনার (ভূমি) লিটুস লরেন্স চিরান, আওয়ামী লীগ নেতা জেডএম আনোয়ার, উপজেলা যুবলীগ আহ্বায়ক আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল, যুগ্ম আহ্বায়ক চেয়ারম্যান ওমর ফারুক দর্জিসহ শাহরাস্তি প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
হ্যাঁ | না | মতামত নেই |
মুদ্রা | বিক্রয় | ক্রয় |
ইউএস ডলার | ৭৯.৯৫ | ৭৮.০০ |
ইউরো | ৮৭.৭৫ | ৮৫.৪০ |
ব্রিটিশ পাউন্ড | ১১০.৭৩ | ১০৮.২৯ |
ভারতীয় রুপি | ১.১৬ | ১.০৬ |
জাপানি ইয়েন | ০.৭০ | ০.৬৯ |
অস্ট্রেলিয়ান ডলার | ৫৭.১১ | ৫৫.৮৮ |
কানাডিয়ান ডলার | ৫৮.০২ | ৫৬.৭৯ |
সিঙ্গাপুর ডলার | ৫৬.৭৭ | ৫৫.৫৬ |
সৌদি রিয়াল | ২১.২২ | ২০.৬৯ |
মালয়শিয়ান রিঙ্গিত | ১৮.৯২ | ১৮.৫০ |
ইউএই দিরহাম | ২১.৬৭ | ২১.১৩ |
সুইস ফ্রাংক | ৮০.৪৮ | ৭৮.৭২ |
কুয়েতি দিনার | ২৫৮.২০ | ২৪৮.০০ |