বিজ্ঞাপন দিন
ফজর | ৪:০৮ |
যোহর | ১১:৫৭ |
আসর | ৪:৩১ |
মাগরিব | ৬:২৭ |
এশা | ৭:৪৪ |
সৌজন্যে- হোটেল অস্টার ইকো
কলাতলী, কক্সবাজার
মুঠোফোন : ০১৭৭৭৬৩১৬৯১, ১৮১২৫১৬৫৯০
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৩৭- সূরা আস-সাফফাত ১৮২ আয়াত, ৫ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
৩২। আমরা তোমাদেরকে পথভ্রষ্ট করেছিলাম। কারণ আমরা নিজেরাই পথভ্রষ্ট ছিলাম। ৩৩। তারা সবাই সেদিন শান্তিতে শরীক হবে। ৩৪। অপরাধীদের সাথে আমি এমনি ব্যবহার করে থাকি। ৩৫। তাদের যখন বলা হত, আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই, তখন তারা ঔদ্ধত্য প্রদর্শন করত। দয়া করে এই অংশটুকু হেফাজত করুন
উৎকৃষ্ট বীজ থেকেই উত্তম বৃক্ষ জন্ম নেয়। -জনগে।
পিতার আনন্দে খোদার আনন্দ এবং পিতার অসন্তুষ্টিতে খোদার অসন্তুষ্টি
|
সুরধ্বনি সংগীত একাডেমীর বর্ষবরণ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ১৬ এপ্রিল সোমবার সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বর্ষবরণ উপলক্ষে সংগঠনের সভাপতি হাফেজ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম। তিনি বলেন, সাহিত্য সাংস্কৃতিক সমৃদ্ধিতে অগ্রণী হোক চাঁদপুর এই প্রত্যাশা রইলো। বিশিষ্ট লেখক ডাঃ পীযুষ কান্তি বড়ুয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, চাঁদপুর সাহিত্য একাডেমীর মহাপরিচালক কাজী শাহাদাত, চাঁদপুর পৌরসভার সচিব আবুল কালাম ভূঁইয়া, সংগীত নিকেতনের অধ্যক্ষ স্বপন সেনগুপ্ত, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আয়াজ মাহমুদ, বিশিষ্ট সংগীত সংগঠক জাকির হোসেন মিয়াজী, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার সভাপতি অ্যাডঃ বদিউজ্জামান কিরণ ও ইলিশ উৎসবের রূপকার হারুন আল রশীদ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের অধ্যক্ষ অনিতা কর্মকার। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত সংগঠনের শিল্পীদের মনোজ্ঞ সংগীত পরিবেশিত হয়।
হ্যাঁ | না | মতামত নেই |
মুদ্রা | বিক্রয় | ক্রয় |
ইউএস ডলার | ৭৯.৯৫ | ৭৮.০০ |
ইউরো | ৮৭.৭৫ | ৮৫.৪০ |
ব্রিটিশ পাউন্ড | ১১০.৭৩ | ১০৮.২৯ |
ভারতীয় রুপি | ১.১৬ | ১.০৬ |
জাপানি ইয়েন | ০.৭০ | ০.৬৯ |
অস্ট্রেলিয়ান ডলার | ৫৭.১১ | ৫৫.৮৮ |
কানাডিয়ান ডলার | ৫৮.০২ | ৫৬.৭৯ |
সিঙ্গাপুর ডলার | ৫৬.৭৭ | ৫৫.৫৬ |
সৌদি রিয়াল | ২১.২২ | ২০.৬৯ |
মালয়শিয়ান রিঙ্গিত | ১৮.৯২ | ১৮.৫০ |
ইউএই দিরহাম | ২১.৬৭ | ২১.১৩ |
সুইস ফ্রাংক | ৮০.৪৮ | ৭৮.৭২ |
কুয়েতি দিনার | ২৫৮.২০ | ২৪৮.০০ |