ফজর | ৫:১১ |
যোহর | ১১:৫৩ |
আসর | ৩:৩৮ |
মাগরিব | ৫:১৭ |
এশা | ৬:৩৪ |
সৌজন্যে- হোটেল অস্টার ইকো
কলাতলী, কক্সবাজার
মুঠোফোন : ০১৭৭৭৬৩১৬৯১, ১৮১২৫১৬৫৯০
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৪২-সূরা শূরা প্রতিভাবানদের আবিষ্কৃত জিনিস কখনো মৃল্যহীন হয় না। -কুপ।
যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ^াস করে (অর্থাৎ মুসলমান বলে দাবি করে) সে ব্যক্তি যেন তার প্রতিবেশীর কোন প্রকার অনিষ্ট না করে। |
মতলব উত্তর উপজেলার মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে গত মঙ্গলবার অভিযান চলাকালে অভিযান পরিচালনাকারীদের হামলায় জড়িত ৯ জনকে গতকাল আটক করে ১ বছর করে সাজা দেয়া হয়েছে। মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার মোবাইল কোর্ট পরিচালনা করে তাদেরকে সাজা প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারসহ অভিযানে অংশগ্রহণকারী অন্যান্যের ওপর ইট-পাটকেল ও লাঠিসোটা নিক্ষেপের ঘটনায় জড়িত জেলেদেরকে স্থানীয় একজন প্রতিনিধির মাধ্যমে খবর দিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আনা হয়। তাদেরকে মা ইলিশ রক্ষায় নদীতে অভিযানকারীদের ওপর হামলায় অভিযুক্ত করে ১ বছরের সাজা দেয়া হয়। সাজাপ্রাপ্তরা হলো : মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুরের মনি মিজির ছেলে ইমরান, ওসমান বেপারীর ছেলে সুমন, আক্তার প্রধানের ছেলে ফয়সাল, রফিক প্রধানের ছেলে হযরত আলী, হাসমত মিয়ার ছেলে সাদ্দাম, শাহ আলম মিজির ছেলে আওলাদ, রফিক প্রধানের ছেলে ইমান আলী, এখলাছপুর ইউনিয়নের বোরচরের ছিদ্দিক সরকারের ছেলে নাজমুল এবং তাইজুল বেপারীর ছেলে ইসমাইল। এছাড়া জেরখালীর নুরুর হককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
হ্যাঁ | না | মতামত নেই |