জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ফরিদগঞ্জ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, মাদক ও জঙ্গিবাদ সমাজের জন্যে অভিশাপ। যে কোনো মূল্যে ফরিদগঞ্জকে মাদক ও জঙ্গিবাদমুক্ত করা হবে। এক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবে না। কোথাও অনিয়ম, দুর্নীতি দেখলে কিংবা দলের বা আমার নাম ভাঙ্গিয়ে কেউ দালালি করলে আমাকে জানাবেন, তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরো বলেন, জাতির জনকের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তিনি এদেশের আলেম-ওলামা ও মাদ্রাসা নিয়ে অনেকের চেয়ে বেশি ভাবেন বলেই গত ১০ বছরে বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ প্রকল্প বাস্তবায়ন শুরু হয়েছে। তাই আমাদের সন্তানদের কোরআন ও সুন্নাহর আলোকে নৈতিক শিক্ষা প্রদানের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে। তিনি গত বৃহস্পতিবার রাতে ফরিদগঞ্জ উপজেলার ইসলামপুরে ৭৫তম ইছালে ছাওয়াব মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ইসলামপুর শাহ ইয়াছিন (রহঃ) ফাযিল মাদ্রাসা মাঠে আয়োজিত এ মাহফিলে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আমীর হোসাইনের সভাপ্রধানে অন্যান্যের মধ্যে ওয়াজ করেন রাখেন ফুরফুরা শরীফের পীর আব্দুল্লাহিল মারুফ সিদ্দিকী আল-কোরাইশী, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. ড. একেএম মাহবুবুর রহমান, অধ্যক্ষ মাওলানা আবু জাফর মোঃ ছালেহ ও ঢাকা গুলশান সেন্ট্রাল মসজিদের খতিব মাওলানা মাহবুবুর রহমান। এর আগে মাহফিলে আদনান এতিমখানা ও হেফজখানার দু'জন কোরআনে হাফেজকে পাগড়ি পরিয়ে দেন প্রধান অতিথি।
ফজর | ৫:২৩ |
যোহর | ১২:১০ |
আসর | ৪:০০ |
মাগরিব | ৫:৩৯ |
এশা | ৬:৫৫ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৮৯-সূরা ফাজর : ৩০ আয়াত, ১ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
২০। এবং তোমরা ধন-সম্পদ অতিশয় ভালবাস; ২১। ইহা সংগত নহে। পৃথিবীকে যখন চূর্ণ-বিচূর্ণ করা হইবে, ২২। এবং যখন তোমার প্রতিপালক উপস্থিত হইবেন ও সারিবদ্ধভাবে ফিরিশ্তাগণও,
assets/data_files/web
সুন্দর গৃহের চেয়ে সৎসঙ্গীই অধিক কাম্য। _রবার্ট গ্রিন। নামাজের সময়সূচি শনিবার : ১৬ জানুয়ারি ২০২১ ফজর : ০৫ : ২৬ মিঃ সূর্যোদয় : ০৬ : ৪৩ মিঃ ইশরাক : ০৭ : ০৬ মিঃ যোহর : ১২ : ১২ মিঃ আছর : ০৩ : ৫৬ মিঃ মাগরিব : ০৫ : ৩৬ মিঃ এশা : ০৬ : ৩৬ মিঃ
একজন মূর্খ লোকের সারারাত এবাদতের চেয়ে, একজন শিক্ষিত ব্যক্তির এক ঘন্টা নিদ্রা শ্রেয়।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,১২,৪৯৬ | ৮,২৪,৩৫,৪৮২ |
সুস্থ | ৪,৫৬,০৭০ | ৫,৮৪,৪৩,৫১৫ |
মৃত্যু | ৭,৫৩১ | ১৭,৯৯,২৯৪ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |