এঙ্চেঞ্জ প্রোগ্রামের আওতায় সিয়াস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৩৫ শিক্ষার্থী ও ৪ শিক্ষকের অংশগ্রহণে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত সপ্তাহব্যাপী 'ডিআইইউ উইন্টার ক্যাম্প ২০১৯' শেষ হয়েছে। গত ২০ জানুয়ারি রোববার বিশ্ববিদ্যালয়ের ৭১ মিলনায়তনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম ইসলাম এবং সিয়াস ইউনিভার্সিটির হুয়ানিউ রেসিডেনন্সিয়াল কলেজের ডীন প্রফেসর ইয়াং জিয়াকিং। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (আন্তর্জাতিক) ড. মোঃ ফখরে হোসেন। গত ১৫ জানুয়ারি থেকে আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এ ক্যাম্প শুরু হয়।
সপ্তাহব্যাপী আয়োজনের মাধ্যমে চীনা শিক্ষার্থীরা বাংলাদেশ সম্পর্কে জানতে পেরেছে এবং কার্যকর ক্লাসের মধ্য দিয়ে বাংলাদেশর কৃষ্টি, সংস্কৃতি, রীতিনীতি সম্পর্কেও জানতে পেরেছে। এর মাধ্যমে উভয় দেশের শিক্ষার্থীদের মধ্যে গভীর মিথস্ক্রিয়া ও বন্ধুত্বের সেতুবন্ধন তৈরি হয়েছে, যা আগামী দিনগুলোতে উভয় বিশ্ববিদ্যালয়ের পারস্পরিক সম্পর্ক আরো দৃঢ়তর করবে। অনুষ্ঠান শেষে ড. মোঃ সবুর খান অংশগ্রহণকারীদের হাতে সনদ ও স্মারক উপহার তুলে দেন। সবশেষে সিয়াস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা সবাইকে মুগ্ধ করে।
ফজর | ৫:২৩ |
যোহর | ১২:১১ |
আসর | ৪:০৩ |
মাগরিব | ৫:৪২ |
এশা | ৬:৫৭ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৯০-সূরা বালাদ ২০ আয়াত, ১ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ৫। সে কি মনে করে যে, কখনও তাহার উপর কেহ ক্ষমতাবান হইবে না? ৬। সে বলে, 'আমি প্রচুর অর্থ নিঃশেষ করিয়াছি।' ৭। সে কি মনে করে যে, তাহাকে কেহ দেখে নাই?
assets/data_files/web
কারো প্রশ্নের জবাব দিতে হলে তা প্রথমে মনোযোগ দিয়ে শোনা। _এমি লাওয়েল।
বৃহস্পতিবার : ২১ জানুয়ারি ২০২১ ফজর : ০৫ : ২৬ মিঃ সূর্যোদয় : ০৬ : ৪৩ মিঃ ইশরাক : ০৭ : ০৬ মিঃ যোহর : ১২ : ১২ মিঃ আছর : ০৩ : ৫৬ মিঃ মাগরিব : ০৫ : ৩৬ মিঃ এশা : ০৬ : ৩৬ মিঃ
যে ব্যক্তি আল্লস্নাহ ও আখেরাতের উপর ঈমান রাখে তার ভালো ও পরিচ্ছন্ন কথা বলা উচিত অথবা নীরব থাকা বাঞ্ছনীয় । পরিচ্ছন্ন কথা হচ্ছে দান কাজের সমতুল্য।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,১২,৪৯৬ | ৮,২৪,৩৫,৪৮২ |
সুস্থ | ৪,৫৬,০৭০ | ৫,৮৪,৪৩,৫১৫ |
মৃত্যু | ৭,৫৩১ | ১৭,৯৯,২৯৪ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |