ফরিদগঞ্জে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। পরে লিখিত অভিযোগের ভিত্তিতে ধর্ষক সোহেল হোসেন (৩২)কে ফরিদগঞ্জ থানা পুলিশ কালিরবাজার এলাকায় অভিযান চালিয়ে আটক করেছে। ঐ শিক্ষার্থীর মা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। থানা পুলিশ সাতদিনের রিমান্ড চেয়ে অভিযুক্তকে গত শুক্রবার বিকেলে আদালতে সোপর্দ করেছে।
জানা গেছে, উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের রুস্তমপুর এলাকার এক পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে সোহেল হোসেন বৃহস্পতিবার বিকেলে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। পরে বিষয়টি জেনে তার মা থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ অধিকতর জিজ্ঞাসাবাদের জন্যে সাতদিনের রিমান্ডের আবেদন করে শুক্রবার বিকেলে চাঁদপুর আদালতে প্রেরণ করে।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুর রকিব জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশের একটি দল সোহেল হোসেনকে আটক করে।
ফজর | ৫:২৩ |
যোহর | ১২:১১ |
আসর | ৪:০৩ |
মাগরিব | ৫:৪২ |
এশা | ৬:৫৭ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৪৯-সূরা হুজুরাত ১৮ আয়াত, ২ রুকু, 'মাদানী ৩। যাহারা আল্লাহর রাসূলের সম্মুখে নিজেদের কণ্ঠস্বর নীচু করে, আল্লাহ তাহাদের অন্তরকে তাকওয়ার জন্য পরীক্ষা করিয়া লইয়াছেন। তাহাদের জন্য রহিয়াছে ক্ষমা ও মহাপুরস্কার।
assets/data_files/web
কারো প্রশ্নের জবাব দিতে হলে তা প্রথমে মনোযোগ দিয়ে শোনা। _এমি লাওয়েল।
বৃহস্পতিবার : ২১ জানুয়ারি ২০২১ ফজর : ০৫ : ২৬ মিঃ সূর্যোদয় : ০৬ : ৪৩ মিঃ ইশরাক : ০৭ : ০৬ মিঃ যোহর : ১২ : ১২ মিঃ আছর : ০৩ : ৫৬ মিঃ মাগরিব : ০৫ : ৩৬ মিঃ এশা : ০৬ : ৩৬ মিঃ
যে ব্যক্তি আল্লস্নাহ ও আখেরাতের উপর ঈমান রাখে তার ভালো ও পরিচ্ছন্ন কথা বলা উচিত অথবা নীরব থাকা বাঞ্ছনীয় । পরিচ্ছন্ন কথা হচ্ছে দান কাজের সমতুল্য।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,১২,৪৯৬ | ৮,২৪,৩৫,৪৮২ |
সুস্থ | ৪,৫৬,০৭০ | ৫,৮৪,৪৩,৫১৫ |
মৃত্যু | ৭,৫৩১ | ১৭,৯৯,২৯৪ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |