ফজর | ৫:০৭ |
যোহর | ১১:৫১ |
আসর | ৩:৩৬ |
মাগরিব | ৫:১৫ |
এশা | ৬:৩৩ |
সৌজন্যে- হোটেল অস্টার ইকো
কলাতলী, কক্সবাজার
মুঠোফোন : ০১৭৭৭৬৩১৬৯১, ১৮১২৫১৬৫৯০
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৫৯-সূরা হাশ্র ২৪ আয়াত, ৩ রুকু, মাদানী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ২। তিনিই কিতাবীদের মধ্যে যাহারা কাফির তাহাদিগকে প্রথম সমবেতভাবে তাহাদের আবাসভূমি হইতে বিতাড়িত করিয়াছিলেন। তোমরা কল্পনাও কর নাই যে, উহারা নির্বাসিত হইবে এবং উহারা মনে করিয়াছিল উহাদের দুর্গগুলি উহাদিগকে রক্ষা করিবে আল্লাহ হইতে; কিন্তু আল্লাহর শাস্তি এমন এক দিক হইতে আসিল যাহা ছিল উহাদের ধারণাতীত এবং উহাদের অন্তরে তাহা ত্রাসের সঞ্চার করিল। উহারা ধ্বংস করিয়া ফেলিল নিজেদের বাড়ি-ঘর নিজেদের হাতে এবং মুমিনদের হাতেও; অতএব হে চক্ষুষ্মান ব্যক্তিগণ! তোমরা উপদেশ গ্রহণ কর।
assets/data_files/web
ভালোবাসা মানুষকে শিল্পী করতে পারে কিন্তু প্রাচুর্য বাধার সৃষ্টি করে। -ওয়াশিংটন অলস্টন।
কৃপণতা একটি ধ্বংসকারী স্বভাব, ইহা মানুষকে দুনিয়া এবং আখেরাতের উভয় লোকে ক্ষতিগ্রস্ত করে।
|
চাঁদপুর শহরের পুরাণবাজার পালপাড়ায় ব্যবসায়ী সুভাষ পোদ্দারের বাড়ির কাজ করতে গিয়ে মাটি খুঁড়ে পাওয়া ভারতীয় ৫৪টি প্রাচীন মুদ্রা জব্দ করেছে পুরাণবাজার ফাঁড়ি পুলিশ। মঙ্গলবার রাতে ফাঁড়ির এসআই জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স ওই বাড়ি যান এবং প্রাচীন ধাতব মুদ্রা পাওয়া সম্পর্কে বিস্তারিত তদন্ত করেন।
এসআই জাহাঙ্গীর আলম জানান, আমরা খবর পেয়ে সেখানে যাই এবং যারা কুড়িয়ে পেয়েছে তাদেরকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়।
ঘর তোলার জন্যে পালা গাঁড়তে গিয়ে মিস্ত্রীরা মাটির নিচে কিছু মুদ্রা পেয়েছে। সেগুলো ১৮২৫ সালের দস্তার তৈরি ভারতীয় ১ রুপির কয়েন। এগুলো এখন অচল মুদ্রা। ৫৪টি মুদ্রা জব্দ করে চাঁদপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ১১ মে পালপাড়ায় সুভাষ পোদ্দারের বাড়িতে (সাবেক কুন্ডু বাড়ি) নির্মাণ কাজের জন্য মাটি খুঁড়তে গিয়ে গুপ্তধন পাওয়া গেছে বলে গুজব ছড়িয়ে পড়েছে এলাকায়। পরবর্তীতে সেখানে দেখা গেলো কুড়িয়ে পাওয়া যায় অনেকগুলো ভারতীয় ১ রুপির দস্তার মুদ্রা। যা প্রায় দুইশ' বছরের পুরনো। একটি পাত্রের ভেতর মুদ্রাগুলো মাটিতে পুঁতে রাখা ছিলো।
হ্যাঁ | না | মতামত নেই |