চাঁদপুর শহরের পুরাণবাজার পালপাড়ায় ব্যবসায়ী সুভাষ পোদ্দারের বাড়ির কাজ করতে গিয়ে মাটি খুঁড়ে পাওয়া ভারতীয় ৫৪টি প্রাচীন মুদ্রা জব্দ করেছে পুরাণবাজার ফাঁড়ি পুলিশ। মঙ্গলবার রাতে ফাঁড়ির এসআই জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স ওই বাড়ি যান এবং প্রাচীন ধাতব মুদ্রা পাওয়া সম্পর্কে বিস্তারিত তদন্ত করেন।
এসআই জাহাঙ্গীর আলম জানান, আমরা খবর পেয়ে সেখানে যাই এবং যারা কুড়িয়ে পেয়েছে তাদেরকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়।
ঘর তোলার জন্যে পালা গাঁড়তে গিয়ে মিস্ত্রীরা মাটির নিচে কিছু মুদ্রা পেয়েছে। সেগুলো ১৮২৫ সালের দস্তার তৈরি ভারতীয় ১ রুপির কয়েন। এগুলো এখন অচল মুদ্রা। ৫৪টি মুদ্রা জব্দ করে চাঁদপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ১১ মে পালপাড়ায় সুভাষ পোদ্দারের বাড়িতে (সাবেক কুন্ডু বাড়ি) নির্মাণ কাজের জন্য মাটি খুঁড়তে গিয়ে গুপ্তধন পাওয়া গেছে বলে গুজব ছড়িয়ে পড়েছে এলাকায়। পরবর্তীতে সেখানে দেখা গেলো কুড়িয়ে পাওয়া যায় অনেকগুলো ভারতীয় ১ রুপির দস্তার মুদ্রা। যা প্রায় দুইশ' বছরের পুরনো। একটি পাত্রের ভেতর মুদ্রাগুলো মাটিতে পুঁতে রাখা ছিলো।
ফজর | ৫:০৩ |
যোহর | ১২:১১ |
আসর | ৪:২৫ |
মাগরিব | ৬:০৬ |
এশা | ৭:১৮ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৯৯-সূরা যিল্যাল ০৮ আয়াত, ১ রুকু, মাদানী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ১। পৃথিবী যখন আপন কম্পনে প্রবলভাবে প্রকম্পিত হইবে। ২। এবং পৃথিবী যখন তাহার ভার বাহির করিয়া দিবে, ৩। এবং মানুষ বলিবে 'ইহার কী হইল?'
assets/data_files/web
মাটিকে ভালোবাসো, মাটি তোমাকে ভালোবাসবে। _ইবনে আহম্মদ।
স্বভাবে নম্রতা অর্জন কর।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,৩৮,০৬২ | ১০,৬৪,২৭,১০৩ |
সুস্থ | ৪,৮৩,৩৭২ | ৭,৮০,৮৪,৯০৯ |
মৃত্যু | ৮,২০৫ | ২৩,২২,০৫৩ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |