হাজীগঞ্জে শিশু শিক্ষার্থী ধর্ষণের দায়ে কাঠমিস্ত্রী রাবি্বকে (১৭) কে আটক করা হয়েছে। এর আগে গত ১৬ মে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রাজারগাঁও ইউনিয়নের পশ্চিম রাজারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। রাবি্ব উপজেলার পশ্চিম রাজারগাঁও গ্রামের বেপারী বাড়ির জাফর আহম্মেদের ছেলে। শিশুটি স্থানীয় পশ্চিম রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর শিক্ষার্থী। শনিবার দুপুরে ধর্ষক কিশোরকে থানা হেফাজতে নিয়ে এসেছে পুলিশ। এ বিষয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে অফিসার ইনচার্জ আলমগীর হোসেন জানিয়েছেন।
শিশুটির বাবা ও মামা জানান, প্রায় ৩ মাস আগে মা মারা যাওয়ার কারণে বাবা ফের বিয়ে করেন। পারিবারিকভাবে শিশুটি দাদী আর সৎ মায়ের কাছে বসবাস করছে। বাবা ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি করেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির পাশে নির্জন স্থানে নিয়ে রাবি্ব শিশুটিকে ধর্ষণ করে। পরে শিশুটি কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে দাদীকে ঘটনাটি বলে। পরে পরিবারের সদস্যরা তাকে গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা করায়। শিশুটির বাবাকে ঘটনাটি জানানো হলে তিনি গ্রামের বাড়িতে আসেন এবং ঘটনাটি নিশ্চিত হয়ে থানা পুলিশকে জানান।
গতকাল শনিবার দুপুরে থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় রায় ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করেন। পরে তিনি শিশু ও ধর্ষক রাবি্বকে থানা হেফাজতে নিয়ে আসেন।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি জানান, শিশু ধর্ষণের দায়ে মামলা দায়েরের প্রস্ততি চলছে।
ফজর | ৫:২৩ |
যোহর | ১২:১১ |
আসর | ৪:০৩ |
মাগরিব | ৫:৪২ |
এশা | ৬:৫৭ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৫০-সূরা কাফ্
assets/data_files/web
কারো প্রশ্নের জবাব দিতে হলে তা প্রথমে মনোযোগ দিয়ে শোনা। _এমি লাওয়েল।
বৃহস্পতিবার : ২১ জানুয়ারি ২০২১ ফজর : ০৫ : ২৬ মিঃ সূর্যোদয় : ০৬ : ৪৩ মিঃ ইশরাক : ০৭ : ০৬ মিঃ যোহর : ১২ : ১২ মিঃ আছর : ০৩ : ৫৬ মিঃ মাগরিব : ০৫ : ৩৬ মিঃ এশা : ০৬ : ৩৬ মিঃ
যে ব্যক্তি আল্লস্নাহ ও আখেরাতের উপর ঈমান রাখে তার ভালো ও পরিচ্ছন্ন কথা বলা উচিত অথবা নীরব থাকা বাঞ্ছনীয় । পরিচ্ছন্ন কথা হচ্ছে দান কাজের সমতুল্য।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,১২,৪৯৬ | ৮,২৪,৩৫,৪৮২ |
সুস্থ | ৪,৫৬,০৭০ | ৫,৮৪,৪৩,৫১৫ |
মৃত্যু | ৭,৫৩১ | ১৭,৯৯,২৯৪ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |