ফজর | ৫:১০ |
যোহর | ১১:৫২ |
আসর | ৩:৩৭ |
মাগরিব | ৫:১৬ |
এশা | ৬:৩৩ |
সৌজন্যে- হোটেল অস্টার ইকো
কলাতলী, কক্সবাজার
মুঠোফোন : ০১৭৭৭৬৩১৬৯১, ১৮১২৫১৬৫৯০
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৫৯-সূরা হাশ্র ২৪ আয়াত, ৩ রুকু, মাদানী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
৫। তোমরা যে খর্জুর বৃক্ষগুলি কর্তন করিয়াছ এবং যেগুলি কা-ের উপর স্থির রাখিয়া দিয়াছ, তাহা তো আল্লাহরই অনুমতিক্রমে; এবং এইজন্য যে, আল্লাহ পাপাচারীদিগকে লাঞ্ছিত করিবেন।
assets/data_files/web
আকৃতি ভিন্ন ধরনের হলেও গৃহ গৃহই। -এন্ড্রি উল্যাং।
স্বদেশপ্রেম ঈমানের অঙ্গ।
|
হাজীগঞ্জে মাম পানির ইনট্যাক বোতলে ময়লা নারিকেলের ফুল পাওয়া গেছে। এতে মাম পানির স্থানীয় পরিবেশককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে এ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়ুয়া।
এর আগে একই দিন গাজী নাছির উদ্দিন নামে একজন ভোক্তা হাজীগঞ্জ বাজারের বিশ্বরোডস্থ আহাদ স্টোর থেকে দুই লিটার মাম পানি ক্রয় করেন। তখন তিনি বোতলের পানির মধ্যে নারিকেলের ফুলসহ ময়লা দেখতে পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মৌখিক অভিযোগ দেন। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাম পানির বিক্রয় প্রতিনিধি ও স্থানীয় পরিবেশককে ডেকে আনেন এবং আদালত পরিচালনা করেন।
ভ্র্যাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ভোক্তার অভিযোগের ভিক্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মাম পানির বোতলে নারিকেল ফুলসহ অনেক ময়লা থাকার বিষয়টি বিক্রয় প্রতিনিধি ও স্থানীয় পরিবেশক আদালতে স্বীকার করেন। এরপরেই আদালত পরিবেশককে নগদ ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের কারাদ- প্রদান করেন।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল ইসলাম চৌধুরী, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আসফাকুল আলম চৌধুরীসহ অভিযোগকারী ভোক্তা ও মাম পানির প্রতিনিধি এবং স্থানীয় পরিবেশকসহ অন্যান্য সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
হ্যাঁ | না | মতামত নেই |