ফজর | ৫:১০ |
যোহর | ১১:৫২ |
আসর | ৩:৩৭ |
মাগরিব | ৫:১৬ |
এশা | ৬:৩৩ |
সৌজন্যে- হোটেল অস্টার ইকো
কলাতলী, কক্সবাজার
মুঠোফোন : ০১৭৭৭৬৩১৬৯১, ১৮১২৫১৬৫৯০
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৫৯-সূরা হাশ্র ২৪ আয়াত, ৩ রুকু, মাদানী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
৫। তোমরা যে খর্জুর বৃক্ষগুলি কর্তন করিয়াছ এবং যেগুলি কা-ের উপর স্থির রাখিয়া দিয়াছ, তাহা তো আল্লাহরই অনুমতিক্রমে; এবং এইজন্য যে, আল্লাহ পাপাচারীদিগকে লাঞ্ছিত করিবেন।
assets/data_files/web
আকৃতি ভিন্ন ধরনের হলেও গৃহ গৃহই। -এন্ড্রি উল্যাং।
স্বদেশপ্রেম ঈমানের অঙ্গ।
|
কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সঙ্কটের কারণে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পাঠদান। স্টাফ প্যাটার্ন অনুযায়ী শিক্ষকের পদ সংখ্যা ১৬। কিন্তু কর্মরত আছেন ১০ জন মাত্র। সামাজিক বিজ্ঞানের শিক্ষক রিয়াজ হোসেন খান বছরপূর্বে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে উচ্চশিক্ষা গ্রহণের জন্যে চীন চলে গেছেন। গত ৭ মে ভূগোলের শিক্ষক আব্দুল আউয়াল ও ইংরেজি শিক্ষক আবুল কাশেম বদলি হয়েছেন। পরবর্তীতে ২৬ মে স্ট্যান্ড রিলিজ হয়েছেন ইংরেজি শিক্ষক মনির হোসেন ও গণিতের শিক্ষক আবু হেনা মোস্তফা (ইকবাল)। গত ২৬ মের এ স্ট্যান্ড রিলিজ যেনো মরার উপর খাড়ার ঘা।
বর্তমানে স্কুলে সামাজিক বিজ্ঞানের কোনো শিক্ষক নেই। ইংরেজি ও গণিতে একজন করে শিক্ষক আছেন। শিক্ষক সঙ্কটের কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় চরম ব্যাঘাত ঘটায় অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এছাড়া ২০১৮ সালের জুলাই মাসে এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদলি হয়ে হয়ে যান। একই মাসে সহকারী প্রধান শিক্ষক মৃত্যুবরণ করেন। এরপর উক্ত প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক পদে অদ্যাবধি কেউ যোগদান না করায় বিদ্যালয়ের পরিচালনা ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হয়ে আসছে।
এ ব্যাপারে বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কলিম উল্যাহ জানান, বিদ্যালয়ের ছাত্র সংখ্যা ৬ শতাধিক। অষ্টম, নবম ও দশম শ্রেণিতে শাখা রয়েছে। শিক্ষক স্বল্পতার কারণে সুুষ্ঠুভাবে ক্লাস পরিচালনা করা সম্ভব হয়ে উঠছে না। শীঘ্রই শিক্ষক সঙ্কট দূর করা না হলে শিক্ষার্থীদের পাঠদানে চরম বিপর্যয় নেমে আসবে। এছাড়া বিদ্যালয়ের দীর্ঘদিনের সুনাম-সুখ্যাতিও মারাত্মকভাবে ব্যাহত হবে।
হ্যাঁ | না | মতামত নেই |