সরকার জ াতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্যসম্পদ সংরক্ষণ, উন্নয়ন এবং সম্প্রসারণ কাজে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের অবদান মূল্যয়ন করে আসছে। সে ধারাবাহিকতায় খাঁচায় মাছ চাষ প্রযুক্তি সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তিতে মনোসেঙ্ তেলাপিয়া হ্যাচারি স্থাপন ও পোনা উৎপাদন প্রশিক্ষণ মডিউল তৈরি, কর্মসংস্থান সৃষ্টি এবং মৎস্যসম্পদ উন্নয়নে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুল বাকীকে জাতীয় মৎস্য পুরস্কার ২০১৯ হিসেবে স্বর্ণপদক ও নগদ ৫০ হাজার টাকা প্রদান করেছে। তিনি গতকাল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে এ পুরস্কার গ্রহণ করেন।
উল্লেখ্য, মোঃ আসাদুল বাকী খাঁচায় মাছ চাষ প্রযুক্তি সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তিতে মনোসেঙ্ তেলাপিয়া হ্যাচারি স্থাপন ও পোনা উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি এওঋঞ তেলাপিয়া মাঠ পর্যায়ে সফলভাবে সম্প্রসারণ করেছেন। তিনি ডাকাতিয়া নদীতে খাঁচায় মাছ চাষ ও সম্প্রসারণের প্রবর্তক।
জনাব আসাদুল বাকী ঢাকা জেলার সাভার উপজেলার গোপালবাড়ী গ্রামের মোঃ আজমেত আলী ও শামসুন নাহারের পুত্র। তিনি কর্মজীবনের অধিকাংশ সময় চাঁদপুরেই ব্যয় করেছেন।
ফজর | ৫:২৩ |
যোহর | ১২:১১ |
আসর | ৪:০৪ |
মাগরিব | ৫:৪৩ |
এশা | ৬:৫৮ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৫৩-সূরা নাজম ৬২ আয়াত, ৩ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
assets/data_files/web
কারো প্রশ্নের জবাব দিতে হলে তা প্রথমে মনোযোগ দিয়ে শোনা। _এমি লাওয়েল।
বৃহস্পতিবার : ২১ জানুয়ারি ২০২১ ফজর : ০৫ : ২৬ মিঃ সূর্যোদয় : ০৬ : ৪৩ মিঃ ইশরাক : ০৭ : ০৬ মিঃ যোহর : ১২ : ১২ মিঃ আছর : ০৩ : ৫৬ মিঃ মাগরিব : ০৫ : ৩৬ মিঃ এশা : ০৬ : ৩৬ মিঃ
যে ব্যক্তি আল্লস্নাহ ও আখেরাতের উপর ঈমান রাখে তার ভালো ও পরিচ্ছন্ন কথা বলা উচিত অথবা নীরব থাকা বাঞ্ছনীয় । পরিচ্ছন্ন কথা হচ্ছে দান কাজের সমতুল্য।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,১২,৪৯৬ | ৮,২৪,৩৫,৪৮২ |
সুস্থ | ৪,৫৬,০৭০ | ৫,৮৪,৪৩,৫১৫ |
মৃত্যু | ৭,৫৩১ | ১৭,৯৯,২৯৪ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |