চাঁদপুর ক্লেমন ক্রিকেট একাডেমির বিভিন্ন বয়সী খেলোয়াড়দের পরামর্শ দিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক খালেদ মাসুদ পাইলট। বর্তমানে তিনি ক্লেমন ক্রীড়া বিভাগের প্রধান পরিচালক কর্মকর্তা হিসেবে দায়িত্বে রয়েছেন।
১৭ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চাঁদপুর আউটার স্টেডিয়ামে ক্লেমন একাডেমি চাঁদপুরের বিভিন্ন বয়সী ব্যাটসম্যান, ফিল্ডার, বোলার, ও উইকেট রক্ষকদের খেলার বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে তিনি পরামর্শ দেন। এ সময় ক্লেমনের ক্রিকেটাররা বাংলাদেশের সাবেক এ অধিনায়কের পরামর্শ নিয়ে আনন্দিত হন।
খালেদ মাসুদ পাইলট খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, শুধু চাঁদপুরেই খেলাধুলা করলে চলবে না। প্রত্যেক খেলোয়াড়কে জাতীয় পর্যায় ও জাতীয় দলে খেলার স্বপ্ন দেখতে হবে। মনে রাখতে হবে যে ভালো খেলে তার সাথে প্রতিযোগিতা করে নিজের সাফল্যটা তুলে ধরতে হবে। যারা নিয়মিত অনুশীলন করবে তারাই আশা করি লক্ষ্যে পেঁৗছতে পারবে। বর্তমান সরকার খেলাধুলার ব্যাপারে অনেক আন্তরিক। নিয়মিত অনুশীলনে এসে কোচদের কাছ থেকে সকল কিছু জেনে নিতে হবে এবং মনোযোগী হতে হবে।
চাঁদপুর ক্লেমন ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা ও ক্রিকেটের কর্ণধার শামিম ফারুকী বলেন, আমি মুঠোফোনে পাইলট ভাইকে চাঁদপুরে আসার আমন্ত্রণ জানাই। হঠাৎ করে তিনি গতকাল মঙ্গলবার সকালে চাঁদপুর এসে হাজির। তার কাছ থেকে উদীয়মান খেলোয়াড়রা অনেক কিছু শিখেছে। এর আগেও আমাদের এ একাডেমিতে তিনি এসেছেন। তিনি ক্লেমন স্পোর্টস বিভাগের সাথে জড়িত রয়েছেন।
ক্লেমন একাডেমির খেলোয়াড় তোফায়েল, মোরসালিন ও হালিম বলেন, পাইলট স্যার খেলার বিভিন্ন বিষয়ে অনেক কিছু নিজ হাতে দেখিয়েছেন। তিনি বলেছেন নিয়মিত অনুশীলনের পাশাপাশি জেলা দল, বিভাগীয় দলসহ জাতীয় পর্যায়ে খেলার টার্গেট করতে হবে। আমরা স্যারকে যদি এভাবে মাঝে মাঝে পেতাম তাহলে আরো ভালো হতো।
ফজর | ৫:২৩ |
যোহর | ১২:১০ |
আসর | ৪:০০ |
মাগরিব | ৫:৩৯ |
এশা | ৬:৫৫ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৮৯-সূরা ফাজর : ৩০ আয়াত, ১ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
২০। এবং তোমরা ধন-সম্পদ অতিশয় ভালবাস; ২১। ইহা সংগত নহে। পৃথিবীকে যখন চূর্ণ-বিচূর্ণ করা হইবে, ২২। এবং যখন তোমার প্রতিপালক উপস্থিত হইবেন ও সারিবদ্ধভাবে ফিরিশ্তাগণও,
assets/data_files/web
সুন্দর গৃহের চেয়ে সৎসঙ্গীই অধিক কাম্য। _রবার্ট গ্রিন। নামাজের সময়সূচি শনিবার : ১৬ জানুয়ারি ২০২১ ফজর : ০৫ : ২৬ মিঃ সূর্যোদয় : ০৬ : ৪৩ মিঃ ইশরাক : ০৭ : ০৬ মিঃ যোহর : ১২ : ১২ মিঃ আছর : ০৩ : ৫৬ মিঃ মাগরিব : ০৫ : ৩৬ মিঃ এশা : ০৬ : ৩৬ মিঃ
একজন মূর্খ লোকের সারারাত এবাদতের চেয়ে, একজন শিক্ষিত ব্যক্তির এক ঘন্টা নিদ্রা শ্রেয়।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,১২,৪৯৬ | ৮,২৪,৩৫,৪৮২ |
সুস্থ | ৪,৫৬,০৭০ | ৫,৮৪,৪৩,৫১৫ |
মৃত্যু | ৭,৫৩১ | ১৭,৯৯,২৯৪ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |