গতকাল বুধবার ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর বিএনপির সম্মেলন মোঃ আনোয়ার হোসেন (কালু)-এর সভাপতিত্বে ও মোঃ শাহআলম খানের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শরীফ মোঃ ইউনুছ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মজিবুর রহমান (দুলাল), যুগ্ম আহ্বায়ক মোঃ মাহবুবুর রহমান (সফু), মোঃ আঃ খালেক পাটোয়ারী, মোঃ দেলোয়ার হোসেন (সোহেল), মোঃ মফিজ চৌধুরী, সাবেক ছাত্রনেতা মোঃ মহসিন মোল্লা, আঃ মতিন, উপজেলা বিএনপির সদস্য মোঃ খসরু মোল্লা, মোঃ আবু সায়েদ পাটোয়ারী, মোঃ বিল্লাল হোসেন বেপারী, মোঃ কবির চৌধুরী, মোঃ গিয়াস উদ্িদন মেম্বার, মোঃ ফারুক সায়েদী, মোঃ আজিজ মেম্বার, মোঃ নাজমুল আলম জুয়েল প্রমুখ।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শরীফ মোঃ ইউনুছ বলেন, সরকারের প্রতিহিংসার কারাগারে বন্দী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে ফরিদগঞ্জ বিএনপি প্রস্তুত রয়েছে। রাজপথে রক্ত ঝরানো আন্দোলন ছাড়া আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আওয়ামী সরকারের প্রতিহিংসার কারাগার থেকে মুক্ত করা যাবে না। তাই ফরিদগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়ন বিএনপির কমিটি সুসংগঠিত করে খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের জন্যে প্রস্তুত থাকতে হবে। সম্মেলনে উপস্থিত নেতা-কর্মীদের সমর্থনে মোঃ আনোয়ার হোসেন কালুকে সভাপতি, মোঃ ফজলুল রহমান (বাচ্চু)কে সিনিয়র সহ-সভাপতি, মোঃ শাহআলম খানকে সাধারণ সম্পাদক, মোঃ কবির চৌধুরীকে সিনিয়র যুগ্ম সম্পাদক ও মোঃ বিল্লাল বেপারীকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়। তাদেরকে আগামী ৭ দিনের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন বিএনপির কমিটির গঠন করার জন্যে নির্দেশ দেয়া হয়।
ফজর | ৫:২৩ |
যোহর | ১২:১০ |
আসর | ৪:০০ |
মাগরিব | ৫:৩৯ |
এশা | ৬:৫৫ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৮৯-সূরা ফাজর : ৩০ আয়াত, ১ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
২০। এবং তোমরা ধন-সম্পদ অতিশয় ভালবাস; ২১। ইহা সংগত নহে। পৃথিবীকে যখন চূর্ণ-বিচূর্ণ করা হইবে, ২২। এবং যখন তোমার প্রতিপালক উপস্থিত হইবেন ও সারিবদ্ধভাবে ফিরিশ্তাগণও,
assets/data_files/web
সুন্দর গৃহের চেয়ে সৎসঙ্গীই অধিক কাম্য। _রবার্ট গ্রিন। নামাজের সময়সূচি শনিবার : ১৬ জানুয়ারি ২০২১ ফজর : ০৫ : ২৬ মিঃ সূর্যোদয় : ০৬ : ৪৩ মিঃ ইশরাক : ০৭ : ০৬ মিঃ যোহর : ১২ : ১২ মিঃ আছর : ০৩ : ৫৬ মিঃ মাগরিব : ০৫ : ৩৬ মিঃ এশা : ০৬ : ৩৬ মিঃ
একজন মূর্খ লোকের সারারাত এবাদতের চেয়ে, একজন শিক্ষিত ব্যক্তির এক ঘন্টা নিদ্রা শ্রেয়।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,১২,৪৯৬ | ৮,২৪,৩৫,৪৮২ |
সুস্থ | ৪,৫৬,০৭০ | ৫,৮৪,৪৩,৫১৫ |
মৃত্যু | ৭,৫৩১ | ১৭,৯৯,২৯৪ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |