ফরিদগঞ্জে এক শিশু বলাৎকারের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মক্তবের শিক্ষক দাউদ হায়দারকে আটক করে কোর্টে প্রেরণ করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। ঘটনার শিকার শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য গতকাল বুধবার দুপুরে চাঁদপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ১১ সেপ্টেম্বর বুধবার সকালে উপজেলার ৭নং পাইকপাড়া ইউনিয়নের ভোটাল গ্রামে এ ঘটনা ঘটেছে।
মামলা রুজু করে রাতেই পুলিশ অভিযুক্ত দাউদ হায়দারকে আটক করে। গতকাল সকালে কোর্টে প্রেরণ করলে বিজ্ঞ বিচারক তাকে চাঁদপুর উপকারাগারে প্রেরণ করেন। অভিযুক্ত দাউদ হায়দারের বাড়ি পার্শবর্তী রামগঞ্জ উপজেলার ডালটা গ্রামে। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা (নং ২০/৩৫৫, ধারা ৯/১, তারিখ : ১৭ সেপ্টেম্বর) দায়ের করেন।
এ ব্যাপারে জানতে চাইলে থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব বলাৎকারের অভিযোগে মামলা দায়ের ও দাউদ হায়দারকে কোর্টে প্রেরণের কথা স্বীকার করে জানান, শিশুর ডাক্তারি পরীক্ষার পর আজ বৃহস্পতিবার ২২ ধারায় জবানবন্দী গ্রহণের জন্যে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
ফজর | ৫:২৩ |
যোহর | ১২:১০ |
আসর | ৪:০০ |
মাগরিব | ৫:৩৯ |
এশা | ৬:৫৫ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৮৯-সূরা ফাজর : ৩০ আয়াত, ১ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
২০। এবং তোমরা ধন-সম্পদ অতিশয় ভালবাস; ২১। ইহা সংগত নহে। পৃথিবীকে যখন চূর্ণ-বিচূর্ণ করা হইবে, ২২। এবং যখন তোমার প্রতিপালক উপস্থিত হইবেন ও সারিবদ্ধভাবে ফিরিশ্তাগণও,
assets/data_files/web
সুন্দর গৃহের চেয়ে সৎসঙ্গীই অধিক কাম্য। _রবার্ট গ্রিন। নামাজের সময়সূচি শনিবার : ১৬ জানুয়ারি ২০২১ ফজর : ০৫ : ২৬ মিঃ সূর্যোদয় : ০৬ : ৪৩ মিঃ ইশরাক : ০৭ : ০৬ মিঃ যোহর : ১২ : ১২ মিঃ আছর : ০৩ : ৫৬ মিঃ মাগরিব : ০৫ : ৩৬ মিঃ এশা : ০৬ : ৩৬ মিঃ
একজন মূর্খ লোকের সারারাত এবাদতের চেয়ে, একজন শিক্ষিত ব্যক্তির এক ঘন্টা নিদ্রা শ্রেয়।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,১২,৪৯৬ | ৮,২৪,৩৫,৪৮২ |
সুস্থ | ৪,৫৬,০৭০ | ৫,৮৪,৪৩,৫১৫ |
মৃত্যু | ৭,৫৩১ | ১৭,৯৯,২৯৪ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |