চাঁদপুরের তিন কৃতী সাঁতারুর বিরল সাফল্যের আজ ২০ বছর পূর্তি। ১৯৯৯ সালের ১৯ নভেম্বর ঢাকার মেরী অ্যান্ডারসন থেকে দূরপাল্লার সাঁতারে অংশ নিয়ে অবিরাম সাঁতার কেটে তাঁরা চাঁদপুরে আসেন। এ তিন সাঁতারু হচ্ছেন : একেএম বাদশা মিয়া, মুক্তিযোদ্ধা ছানাউল্লা খান ও রোকন ভূঁইয়া। তাঁরা ২৫ ঘণ্টায় ৭০ কিলোমিটার সাঁতার কেটে চাঁদপুরে এসে পৌঁছেন। চাঁদপুরের সাঁতারকে বাঁচাতে ও ঐতিহ্য ধরে রাখতে বার বার দূরপাল্লার সাঁতার ও অবিরাম সাঁতার আয়োজনের প্রয়োজন আছে বলে ক্রীড়াবোদ্ধা ও ক্রীড়ামোদীরা মনে করেন।
সাঁতারু ছানাউল্লা খান বলেন, এখন দূরপাল্লার সাঁতার বন্ধ হয়ে গেছে। ১৯৯৯ সালের পর ঢাকা-চাঁদপুর দূরপাল্লার সাঁতার আর হয়নি। এ সাঁতারকে টিকিয়ে রাখতে প্রশাসন, রাজনৈতিক ব্যক্তি ও সুশীল সমাজের এগিয়ে আসা প্রয়োজন।
ফজর | ৫:২৩ |
যোহর | ১২:১১ |
আসর | ৪:০৩ |
মাগরিব | ৫:৪২ |
এশা | ৬:৫৭ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৫৮-সূরা মুজাদালা ২২ আয়াত, ৩ রুকু, মাদানী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ০৪। কিন্তু যাহার এ সামর্থ্য থাকিবে না, একে অপরকে স্পর্শ করিবার পূর্বে তাহাকে একাদিক্রমে দুই মাস সিয়াম পালন করিতে হইবে; যে তাহাতেও অসমর্থ, সে ষাটজন অভাবগ্রস্তকে খাওয়াইবে; ইহা এইজন্য যে, তোমরা যেনো আল্লাহর ও তাহার রাসূলে বিশ্বাস স্থাপন করো। এইগুলি আল্লাহর নির্ধারিত বিধান; কাফিরদের জন্য রহিয়াছে মর্মন্তুদ শাস্তি।
খাদ্য খাওয়া ও খাওয়ানোর চেয়ে খাদ্য উৎপাদনই মহত্তর কাজ। -তাবিব।
যার দ্বারা মানবতা উপকৃত হয়, মানুষের মধ্যে তিনি উত্তম পুরুষ।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,১২,৪৯৬ | ৮,২৪,৩৫,৪৮২ |
সুস্থ | ৪,৫৬,০৭০ | ৫,৮৪,৪৩,৫১৫ |
মৃত্যু | ৭,৫৩১ | ১৭,৯৯,২৯৪ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |