ফজর | ৫:১১ |
যোহর | ১১:৫৩ |
আসর | ৩:৩৮ |
মাগরিব | ৫:১৭ |
এশা | ৬:৩৪ |
সৌজন্যে- হোটেল অস্টার ইকো
কলাতলী, কক্সবাজার
মুঠোফোন : ০১৭৭৭৬৩১৬৯১, ১৮১২৫১৬৫৯০
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৫৮-সূরা মুজাদালা ২২ আয়াত, ৩ রুকু, মাদানী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
০৫। যাহারা আল্লাহ ও তাহার রাসূলের বিরুদ্ধাচরণ করে, তাহাদিগকে অপদস্থ করা হইবে যেমন অপদস্থ করা হইয়াছে তাহাদের পূর্ববর্তীদিগকে; আমি সুস্পষ্ট আয়াত অবতীর্ণ করিয়াছি; কাফিরদের জন্যে রহিয়াছে লাঞ্চনাদায়ক শাস্তি।
কোনো কোনো সময় প্রকৃতি বিদ্রোহ করলে মানুষ তার সুযোগ গ্রহণ করে। -ইয়ং।
দাতার হাত ভিক্ষুকের হাত অপেক্ষা উত্তম। যে ব্যক্তি স্বাবলম্বী ও তৃপ্ত হতে চায়, আল্লাহ তাকে স্বাবলম্বন ও তৃপ্তি দান করেন।
|
ফরিদগঞ্জ থানা পুলিশ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে ৯শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মঙ্গলবার বিকালে থানা পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হলো : চরবসন্ত গ্রামের আব্দুল মান্নানের ছেলে মাহবুব আলম (২৫) ও শহিদুল্লাহর ছেলে হৃদয় ।
জানা গেছে, থানা পুলিশ গোপন সূত্রে সংবাদ পেয়ে ফরিদগঞ্জ পৌর এলাকার চরবসন্ত ঈদগাহ এলাকা থেকে মাহবুবকে এবং চরবসন্ত গ্রামের হাজী বাড়ির সামনে থেকে হৃদয়কে আটক করে। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৯শ' গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
থানা পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
হ্যাঁ | না | মতামত নেই |