ফজর | ৫:০৭ |
যোহর | ১১:৫০ |
আসর | ৩:৩৬ |
মাগরিব | ৫:১৫ |
এশা | ৬:৩২ |
সৌজন্যে- হোটেল অস্টার ইকো
কলাতলী, কক্সবাজার
মুঠোফোন : ০১৭৭৭৬৩১৬৯১, ১৮১২৫১৬৫৯০
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৫৮-সূরা মুজাদালা ২২ আয়াত, ৩ রুকু, মাদানী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ১৮। যে দিন আল্লাহ পুনরুত্থিত করিবেন উহাদের সকলকে, তখন উহারা আল্লাহর নিকট সেইরূপ শপথ করিবে যেইরূপ শপথ তোমাদের নিকট করে এবং উহারা মনে করে যে, ইহাতে উহারা ভালো কিছুর উপর রহিয়াছে। সাবধান! উহারাই তো প্রকৃত মিথ্যাবাদী।
দুর্বলের পক্ষে সবলের অনুকরণ ভয়াবহ। -দ্বিজেন্দ্রনাথ ঠাকুর।
দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান চর্চায় নিজেকে উৎসর্গ করো।
|
চাঁদপুরে টিসিবির মাধ্যমে ৪৫ টাকা কেজি দরে ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। এ বিক্রয় কার্যক্রম উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান। গতকাল সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। কচুয়া উপজেলার সাচারের ডিলার মেসার্স আজম এন্টারপ্রাইজ চাঁদপুর শহরে ন্যায্যমূল্যে এ পেঁয়াজ বিক্রি কার্যক্রম শুরু করে। এর স্বত্বাধিকারী রোববার সন্ধ্যায় ঢাকা টিসিবির গোডাউন থেকে ন্যায্যমূল্যে বিক্রির জন্যে পেঁয়াজ নিয়ে আসেন। পরে জেলা প্রশাসক তাঁর কার্যালয় সম্মুখে এ পেঁয়াজ বিক্রয় করার নির্দেশ প্রদান করেন। জেলা প্রশাসক কয়েকজন ক্রেতার হাতে পেঁয়াজ তুলে দিয়ে এ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম জাকারিয়া, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুসহ অন্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান উদ্বোধনকালে বলেন, টিসিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষেরর সাথে কথা হয়েছে। পেঁয়াজের পর্যাপ্ত মজুদ রয়েছে। প্রতিদিন সকল উপজেলায় ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রয় হবে। তবে ডিলারের সঙ্কট রয়েছে। প্রতিদিন ৩ টন করে পেঁয়াজ ন্যায্যমূল্যে দেয়া হবে।
এদিকে ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রয়ের খবর শুনতে পেয়ে বিভিন্ন স্থান থেকে নারী-পুরুষরা পেঁয়াজ ক্রয় করার জন্যে জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে যেনো হুমড়ি খেয়ে পড়ে। ১ম দিন ৩টন পেঁয়াজ বিক্রি করা হয়। প্রতিদিন ন্যায্যমূল্যে এ পেঁয়াজ বিক্রয় করা হবে বলে জানানো হয়।
হ্যাঁ | না | মতামত নেই |