চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং কমিটির মাসিক সভা গতকাল ২৫ জানুয়ারি শনিবার চাঁদপুর শহরের নিউ মার্কেটস্থ রোটারী সেন্টারে অনুষ্ঠিত হয়। পৌর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি শেখ মনির হোসেন বাবুলের সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জেলা কমিউনিটি পুলিশিং কমিটির প্রধান সমন্বয়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী, মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দীন। সভায় বিভিন্ন সিদ্ধান্ত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো সুবিধাজনক সময়ে টহল সদস্যদের মাঝে পোষাক ও উপকরণ বিতরণ।
প্রধান অতিথি মিজানুর রহমান বলেন, কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রম সকলের মাঝে পেঁৗছাতে হবে। আমরা যেসব কাজ করি সেগুলো সকলের কল্যাণে যেনো হয়। মানুষের সমস্যা শুনে সমাধানের চেষ্টা করা হবে। জনগণকে আরও বেশি সচেতন করার জন্যে প্রচার মাধ্যমকে কাজে লাগাতে হবে।
সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি ডাঃ মোঃ মিজানুর রহমান খান, মোঃ সফিউদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক সামীম আহমেদ খান, কোষাধ্যক্ষ খোরশেদ আলম পাটওয়ারী, প্রচার সম্পাদক উজ্জ্বল হোসাইন, মহিলা বিষয়ক সম্পাদক কানিজ আয়েশা কবিতা, সদস্য তানভির আহমেদ মিয়া, খালেদা খানম, আকলিমা শিউলি, অভিজিত রায়, রাখি মজুমদার, শাখাওয়াত হোসেন শাকিল, সদস্য গোপাল সাহা, আয়েশা আক্তার শ্যামলী প্রমুখ।
ফজর | ৫:০৩ |
যোহর | ১২:১১ |
আসর | ৪:২৫ |
মাগরিব | ৬:০৬ |
এশা | ৭:১৮ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৬২-সূরা জুমু 'আ ১১ আয়াত, ২ রুকু, মাদানী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
৬। বল 'হে ইয়াহূদীগণ! যদি তোমরা মনে কর যে, তোমরাই আল্লাহর বন্ধু, অন্য কোন মানবগোষ্ঠী নহে; তবে তোমরা মৃত্যু কামনা কর, যদি তোমরা সত্যবাদী হও।
নীতিবানদের রাজ্যে রাজনীতি অচল। -ওয়েনডেল ফিলিপস।
ঝগড়াটে ব্যক্তি আল্লাহর নিকট অধিক ক্রোধের পাত্র। |
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,৩৮,০৬২ | ১০,৬৪,২৭,১০৩ |
সুস্থ | ৪,৮৩,৩৭২ | ৭,৮০,৮৪,৯০৯ |
মৃত্যু | ৮,২০৫ | ২৩,২২,০৫৩ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |