হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে চাঁদপুরের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন বর্ণচোরা কর্তৃক আয়োজিত আন্তঃজেলা নাট্যোৎসবের গতকাল ছিলো ৪র্থ দিন। এদিন সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় বক্তারা নাটকের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, আকাশ সংস্কৃতির কল্যাণে নাট্যাঙ্গনে দর্শক উপস্থিতি কম হলেও হতাশ হওয়ার কারণ নেই। কেননা নাটক থাকবে, নাট্যচর্চা হবে, নাট্যকর্মীরা তাদের উপস্থাপনার মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে। বক্তাগণ মুজিববর্ষে এমন সুন্দর আয়োজনের জন্যে আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকরাম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাহিত্য একাডেমী চাঁদপুরের মহাপরিচালক রোটারিয়ান কাজী শাহাদাত। থিয়েটার ফোরাম চাঁদপুরের সভাপতি সাংবাদিক শহীদ পাটওয়ারীর সভাপ্রধানে ও বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক সাংবাদিক শরীফ চৌধুরীর উপস্থাপনায় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন রোটারিয়ান তোফায়েল আহম্মেদ শেখ। গতকাল ৫টি নাট্যদল অনন্যা নাট্যগোষ্ঠীর তোমরাই, বর্ণচোরা নাট্যগোষ্ঠীর গীট্টু, অনুপম নাট্যগোষ্ঠীর বর্ণচোরা, স্বরলিপি নাট্যগোষ্ঠীর ৭১-এর তারামন ও মেঘনা থিয়েটারের আলোমতি প্রেমকুমারের অংশবিশেষ নিয়ে এ সকল নাট্যদল পরিবেশন করেন কোলাজ নাটক, যা উপস্থিত দর্শকদের বেশ উৎসাহিত করে। তারা তুমুল করতালির মধ্য দিয়ে নাট্যকর্মীদের অভিনন্দন জানান। আজ সন্ধ্যায় অনন্যা নাট্যগোষ্ঠীর পরিবেশনায় অনুষ্ঠিত হবে নাটক 'রূপবান'।
ফজর | ৫:২৩ |
যোহর | ১২:১১ |
আসর | ৪:০৪ |
মাগরিব | ৫:৪৩ |
এশা | ৬:৫৮ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৬২-সূরা জুমু 'আ ১১ আয়াত, ২ রুকু, মাদানী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ৮। বল, 'তোমরা যে মৃত্যু হইতে পলায়ন কর, সেই মৃত্যু তোমাদের সহিত অবশ্যই সাক্ষাৎ করিবে। অতঃপর তোমরা প্রত্যানীত হইবে অদৃশ্য ও দৃশ্যের পরিজ্ঞাতা আল্লাহর নিকট এবং তোমাদিগকে জানাইয়া দেওয়া হইবে যাহা তোমরা করিতে।'
সময় একটা বৃত্তের মতো আমাদের চারিদিকে ঘোরে। -জন হে উড।
যারা শিক্ষা লাভ করে এবং তদানুযায়ী কাজ করে, তারাই প্রকৃত বিদ্বান।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,১২,৪৯৬ | ৮,২৪,৩৫,৪৮২ |
সুস্থ | ৪,৫৬,০৭০ | ৫,৮৪,৪৩,৫১৫ |
মৃত্যু | ৭,৫৩১ | ১৭,৯৯,২৯৪ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |