সকলেই কম-বেশি মোটরসাইকেল চালাতে পছন্দ করে, কিন্তু তা যদি হয় কমবয়সী কিশোরদের তখন এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। রাস্তাঘাটে প্রায়শই দেখা যায় উঠতি বয়সী কিশোরদের বাইক কিংবা মোটরসাইকেল চালানোর মতো দৃশ্য। এরা বাইক চালানোর নামে রাস্তাঘাটে বেপরোয়া হর্ন বাজিয়ে পথচারীদের সমস্যার সৃষ্টি করে। এসব কিশোর যখন রাস্তায় নেমে পড়ে ঠিকমত চালানো না শিখেই, আর তখনই ঘটে মৃত্যু কিংবা হাত, পা-ভাঙ্গা, নয়তো সারাজীবনের মতো পঙ্গু হওয়ার মতো দুর্ঘটনা। কিশোরদের কখনো একা আবার কখনো সমবয়সী একাধিক সঙ্গীকে নিয়ে মোটর সাইকেল চালাতে দেখা যায়। মোটরসাইকেল হচ্ছে দুই চাকার একটি যান, দক্ষভাবে এ যন্ত্রযানটি না চালালে ঘটে ভয়াবহ বিপদ ও দুর্ঘটনা। এ সংক্রান্ত কঠোর আইন রয়েছে, কিন্তু এই আইন ঠিকভাবে কার্যকর হচ্ছে না। তাই দেশজুড়ে দিন দিন বেড়েই চলছে কিশোর চালকদের দৌরাত্ম্য। চাঁদপুরের বিভিন্ন জায়গায় বেপরোয়া দেখা যায় কিশোর বাইক চালকদের। উপরের চিত্রে দুজন কিশোরকে দেখা যাচ্ছে রাস্তার মধ্যে বাইক চালাতে। ছবিটি চাঁদপুর শহরের কোর্ট স্টেশনে রেললাইনের উপর থেকে তোলা। ছবি ও প্রতিবেদন : কাজী আজিজুল হাকিম।
ফজর | ৫:২৩ |
যোহর | ১২:১১ |
আসর | ৪:০৪ |
মাগরিব | ৫:৪৩ |
এশা | ৬:৫৮ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৮৯-সূরা ফাজর : ৩০ আয়াত, ১ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
assets/data_files/web
কারো প্রশ্নের জবাব দিতে হলে তা প্রথমে মনোযোগ দিয়ে শোনা। _এমি লাওয়েল।
বৃহস্পতিবার : ২১ জানুয়ারি ২০২১ ফজর : ০৫ : ২৬ মিঃ সূর্যোদয় : ০৬ : ৪৩ মিঃ ইশরাক : ০৭ : ০৬ মিঃ যোহর : ১২ : ১২ মিঃ আছর : ০৩ : ৫৬ মিঃ মাগরিব : ০৫ : ৩৬ মিঃ এশা : ০৬ : ৩৬ মিঃ
যে ব্যক্তি আল্লস্নাহ ও আখেরাতের উপর ঈমান রাখে তার ভালো ও পরিচ্ছন্ন কথা বলা উচিত অথবা নীরব থাকা বাঞ্ছনীয় । পরিচ্ছন্ন কথা হচ্ছে দান কাজের সমতুল্য।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,১২,৪৯৬ | ৮,২৪,৩৫,৪৮২ |
সুস্থ | ৪,৫৬,০৭০ | ৫,৮৪,৪৩,৫১৫ |
মৃত্যু | ৭,৫৩১ | ১৭,৯৯,২৯৪ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |