ট্রাক চাপায় মোরসাইকেল আরোহী মোঃ সাগর মিজি (২২) নামের এক যুবক নিহত হয়েছে। একই সাথে মোটরসাইকেল চালক সোহাগ মুন্সি (২৩) বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ট্রাক চালক বেলাল ও ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে আসে চাঁদপুর মডেল থানা পুলিশ।
৩০ জুন মঙ্গলবার দুপুরে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নানুপুর ওয়াপদা রোডে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত সাগর মিজি সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদী মিজি বাড়ির শহীদ মিজির ছেলে। সে ঢাকা বঙ্গমার্কেটে জুতার দোকানের কর্মচারী ছিল।
নিহত সাগরের জেঠাতো ভাই মোঃ সাদ্দাম জানান, নোয়াখালী থেকে আসা (ফেনী ট ১১-০৮৩৪) ট্রাকটি দ্রুত বেগে এসে মোটর সাইকেলটিকে ধাক্কা দিয়ে রাস্তা থেকে নিচে ফেলে দিলে সোহাগ ও সাগর গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় প্রেরণ করেন।
তার জেঠাতো ভাই আরো জানান, সাগরকে সিটিস্ক্যান করার জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আইসিইউ বেড খালি না থাকায় যাত্রাবাড়ি প্রিমিয়ার হসপিটালে নেয়ার পথে মারা যায়। আর মোটর সাইকেল চালক সোহাগের দুই পায়ের হাড় ভেঙ্গে যাওয়ায় বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ফজর | ৫:২৩ |
যোহর | ১২:১১ |
আসর | ৪:০৪ |
মাগরিব | ৫:৪৩ |
এশা | ৬:৫৮ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৮৯-সূরা ফাজর : ৩০ আয়াত, ১ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
assets/data_files/web
কারো প্রশ্নের জবাব দিতে হলে তা প্রথমে মনোযোগ দিয়ে শোনা। _এমি লাওয়েল।
বৃহস্পতিবার : ২১ জানুয়ারি ২০২১ ফজর : ০৫ : ২৬ মিঃ সূর্যোদয় : ০৬ : ৪৩ মিঃ ইশরাক : ০৭ : ০৬ মিঃ যোহর : ১২ : ১২ মিঃ আছর : ০৩ : ৫৬ মিঃ মাগরিব : ০৫ : ৩৬ মিঃ এশা : ০৬ : ৩৬ মিঃ
যে ব্যক্তি আল্লস্নাহ ও আখেরাতের উপর ঈমান রাখে তার ভালো ও পরিচ্ছন্ন কথা বলা উচিত অথবা নীরব থাকা বাঞ্ছনীয় । পরিচ্ছন্ন কথা হচ্ছে দান কাজের সমতুল্য।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,১২,৪৯৬ | ৮,২৪,৩৫,৪৮২ |
সুস্থ | ৪,৫৬,০৭০ | ৫,৮৪,৪৩,৫১৫ |
মৃত্যু | ৭,৫৩১ | ১৭,৯৯,২৯৪ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |