চাঁদপুর সদর উপজেলাধীন শহরের উপকণ্ঠে খলিশাডুলী আংকুরেন্নেছা মহিলা মাদ্রাসায় দুর্ধর্ষ চুরি হয়েছে। মাদ্রাসায় ঝুলন্ত ৫টি সিলিং ফ্যান, চেয়ারসহ আসবাবপত্র চুরি হয়ে গেছে। করোনা ভাইরাসের কারণে মাদ্রাসা বন্ধ থাকার সুযোগে চোরের দল অফিস কক্ষসহ অন্যান্য রুমের ঝুলন্ত ফ্যান খুলে নেয় ও কিছু আসবাবপত্র নিয়ে যায়। গত ০৬ জুলাই প্রতিষ্ঠানের সভাপতি শেখ মহিউদ্দিন রাসেল মাদ্রাসা খুলে দেখেন ঝুলন্ত ফ্যান ও চেয়ারসহ কিছু আসবাবপত্র নেই এবং মালামাল তছনছ অবস্থায় পড়ে আছে। চোরের দল মাদ্রাসার পেছনের দরজা দিয়ে মালামাল নিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। জানা যায়, এর আগেও মাদ্রাসার কয়েকটি ফ্যান চুরি হয়। ধারণা করা হচ্ছে, মাদ্রাসার আশেপাশের একটি সংঘবদ্ধ চোরের দল এই ঘটনাটি ঘটিয়েছে। এ বিষয়ে মাদ্রাসার সভাপতি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
ফজর | ৪:২৩ |
যোহর | ১২:০০ |
আসর | ৪:৩১ |
মাগরিব | ৬:২১ |
এশা | ৭:৩৬ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৭২-সূরা জিন্ন্ ২৮ আয়াত, ২ রুকু, মক্কী
১। বল, আমার প্রতি ওহী প্রেরিত হইয়াছে যে, জিন্নদের একটি দল মনোযোগ সহকারে শ্রবণ করিয়াছে এবং বলিয়াছে, 'আমরা তো এক বিস্ময়কর কুরআন শ্রবণ করিয়াছি, ২। যাহা সঠিক পথনির্দেশ করে; ফলে আমরা ইহাতে বিশ্বাস স্থাপন করিয়াছি। আমরা কখনও আমাদের প্রতিপালকের কোন শরীক স্থির করিব না,
প্রার্থনা ও প্রশংসা এই দুটো জিনিস স্বয়ং বিধাতাও পছন্দ করেন। -সুইডেন বাগ।
ধর্মের পর জ্ঞানের প্রধান অংশ হচ্ছে মানবপ্রেম-আর পাপী পুণ্যবান নির্বিশেষে মানুষের মঙ্গল সাধন।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৬,৪৪,৪৩৯ | ১৩,২১,৯৪,৪৪৭ |
সুস্থ | ৫,৫৫,৪১৪ | ১০,৬৪,২৬,৮২২ |
মৃত্যু | ৯,৩১৮ | ২৮,৬৯,৩৬৯ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |