কচুয়ায় উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের দহুলীয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড়ভাই বাবুল (৪৫)-এর হাতে নির্মমভাবে ছোট ভাই ওয়াজী উল্লাহ (৪০) খুন হয়েছে। গতকাল সোমবার সকাল ৮টার দিকে এ খুনের ঘটনা ঘটে।
নিহত ওয়াজী উল্লাহর স্ত্রী জানায়, ওয়াজী উল্লাহ গং পাঁচ ভাইয়ের পরিবার মসলা বাটার জন্য একটি মাত্র পাটা ব্যবহার করে। আগে পরে মসলা বাটা নিয়ে ওয়াজী উল্লাহ ও বাবুলের পরিবারের সদস্যদের মধ্যে বাকবিত-ার এক পর্যায়ে বড় ভাই বাবুল ক্ষিপ্ত হয়ে ছোট ভাই ওয়াজী উল্লাহকে দেশীয় অস্ত্র দ্বারা বেদম মারধর করলে ওয়াজী উল্লাহ ঘটনাস্থলে মারা যান। তিনি আরো জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুরের মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে কচুয়া থানার ওসি তদন্ত ইব্রাহীম খলিল জানান, ওয়াজী উল্যাহর খুন হওয়ার বিষয়ে এখনো পর্যন্ত তার পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করেনি। মামলা দায়েরে জন্য আসলে অবশ্যই আমরা মামলা রুজু করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
ফজর | ৫:২৩ |
যোহর | ১২:১১ |
আসর | ৪:০৩ |
মাগরিব | ৫:৪২ |
এশা | ৬:৫৭ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৭৬-সূরা দাহ্র বা ইন্সান ৩১ আয়াত, ২ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
১৬। রজতশুভ্র স্ফটিক পাত্রে, পরিবেশন-কারীরা যথাযথ পরিমাণে উহা পূর্ণ করিবে। ১৭। সেথায় তাহাদিগকে পান করিতে দেওয়া হইবে যান্জাবীল মিশ্রিত পানীয়, ১৮। জান্নাতের এমন এক প্রস্রবণের যাহার নাম সালসাবীল।
যে সরকার জনগণকে সর্বোচ্চ নিরাপত্তা দান করবে, সেটাই যথার্থ সরকার। -জে.এ.গুড চাইল্ড।
অত্যাচার কেয়ামতের দিন সমূহ অন্ধকারের কারণ হবে।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,১২,৪৯৬ | ৮,২৪,৩৫,৪৮২ |
সুস্থ | ৪,৫৬,০৭০ | ৫,৮৪,৪৩,৫১৫ |
মৃত্যু | ৭,৫৩১ | ১৭,৯৯,২৯৪ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |