চাঁদপুরে নতুন করে আরো সাতজনের করোনা শনাক্ত হয়েছে। নতুন সাতজনসহ এ পর্যন্ত মোট আক্রান্ত ২ হাজার ২শ' ৪৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৮শ' ৭৪ জন। নতুন করে যে সাতজন আক্রান্ত হয়েছেন তারা হচ্ছেন সদর উপজেলায় ২ জন, কচুয়া উপজেলায় ১ জন, শাহরাস্তি উপজেলায় ৩ জন ও মতলব উত্তর উপজেলায় ১ জন। চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র থেকে আরো জানা যায়, গতকাল রোববার চাঁদপুর ভাষাবীর এমএ ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাবে ৭৩টি স্যাম্পল পরীক্ষা করা হয়। এর মধ্যে পজিটিভ রিপোর্ট আসে সাতজনের। বাকিদের রিপোর্ট নেগেটিভ আসে। আর এই স্যাম্পলগুলো গত শনিবার সংগৃহীত। গতকাল সকালে এবং দুপুরে এগুলো পরীক্ষা করে সন্ধ্যায় রিপোর্ট প্রকাশ করা হয়।
এদিকে গতকালকের সংগ্রহ করা স্যাম্পল হচ্ছে ৫৪টি। এগুলোর রিপোর্ট পাওয়া যাবে আজকে। সূত্র থেকে আরো জানা যায়, চাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা আগের অবস্থায়ই অর্থাৎ ৭৬ জনে রয়েছে। সুস্থ এবং মৃতের সংখ্যা বাদ দিয়ে বাদবাকি ২৯৮ জন বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
ফজর | ৫:২৩ |
যোহর | ১২:১১ |
আসর | ৪:০৩ |
মাগরিব | ৫:৪২ |
এশা | ৬:৫৭ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৭৬-সূরা দাহ্র বা ইন্সান ৩১ আয়াত, ২ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
১৬। রজতশুভ্র স্ফটিক পাত্রে, পরিবেশন-কারীরা যথাযথ পরিমাণে উহা পূর্ণ করিবে। ১৭। সেথায় তাহাদিগকে পান করিতে দেওয়া হইবে যান্জাবীল মিশ্রিত পানীয়, ১৮। জান্নাতের এমন এক প্রস্রবণের যাহার নাম সালসাবীল।
যে সরকার জনগণকে সর্বোচ্চ নিরাপত্তা দান করবে, সেটাই যথার্থ সরকার। -জে.এ.গুড চাইল্ড।
অত্যাচার কেয়ামতের দিন সমূহ অন্ধকারের কারণ হবে।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,১২,৪৯৬ | ৮,২৪,৩৫,৪৮২ |
সুস্থ | ৪,৫৬,০৭০ | ৫,৮৪,৪৩,৫১৫ |
মৃত্যু | ৭,৫৩১ | ১৭,৯৯,২৯৪ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |