চাঁদপুরের পরিচিত মুখ বিশিষ্ট ব্যবসায়ী লায়ন কাজী মাহবুবুল হক মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন বাবার কবরের পাশেই। ওই কবরস্থানে পাশেই তাঁর বাবা প্রতিষ্ঠা করেছিলেন তরপুরচণ্ডী তাফাজ্জল কাজী ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা।
স্বাস্থ্যবিধি মেনে কাজী মাহবুবুল হকের তিন দফা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। প্রথম জানাজা বেলা ১১টায় ও দ্বিতীয় জানাজা বেলা সাড়ে ১১টায় চাঁদপুর পৌর ঈদগাহ মাঠে এবং তৃতীয় জানাজা মরহুমের গ্রামের বাড়ি তরপুরচ-ী ইউনিয়নের কাজীপাড়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর জেলাসহ চাঁদপুরের বিপুলসংখ্যক ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মুসলি্ল অংশ নেন।
জানাজার নামাজের প্রথম জামায়াতে ইমামতি করেন উজানীর পীর সাহেব মাওঃ মাহবুব এলাহী। দ্বিতীয় জামায়াতে ইমামতি করেন বড়স্টেশন জামে মসজিদের খতিব মুফতি সিরাজুল ইসলাম। তৃতীয় জামায়াতে ইমামতি করেন তাফাজ্জল কাজী ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসার মোহতামিম মাওঃ আবুল কাশেম। এ সময় মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গণি পাটওয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাক হায়দার চৌধুরী ও আব্দুল আজিজ মিয়াজী, মেয়র প্রার্থী অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল ও আক্তার হোসেন মাঝি, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বিএম হান্নান, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি কাজী জাহাঙ্গীর আলম মিন্টু, মরহুমের ছোট ভাই কাজী মোঃ হুমায়ুন কবির প্রমুখ।
বক্তারা বলেন, কাজী মাহবুবুল হক প্রসিদ্ধ ব্যবসায়ী ছিলেন। পাশাপাশি তিনি দক্ষ সামাজিক সংগঠক ছিলেন। তাঁর আচার-আচরণে এ সমাজের মানুষ মুগ্ধ ছিলো। তাই তাঁর শেষ বেলায় জানাজায় উপস্থিত হয়ে শ্রদ্ধা আর ভালোবাসা দেখিয়েছেন চাঁদপুরবাসী।
উল্লেখ্য, চাঁদপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শহরের স্ট্র্যান্ডরোডস্থ কাজী ট্রেডার্সের কর্ণধার লায়ন কাজী মাহবুবুল হক গত ২৮ সেপ্টেম্বর সোমবার রাত পৌনে ৮টায় ঢাকা স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকাবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ আত্মীয়স্বজন এবং শুভাকাঙ্ক্ষী রেখে যান।
পৌর কমিউনিটি পুলিশিং কমিটির শোক
পৌর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি শেখ মনির হোসেন বাবুল ও সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন বিশিষ্ট সংগঠক লায়ন কাজী মাহাবুবুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তারা বলেন, তিনি একজন বিশিষ্ট সংগঠক হিসেবে কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-৪-এর সভাপতি হিসেবে বেশ সুনামের সাথে দায়িত্ব পালন করেছিলেন। সামাজিক কর্মকা-ে ছিলেন নিবেদিত। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
ফজর | ৫:২৩ |
যোহর | ১২:০৯ |
আসর | ৩:৫৯ |
মাগরিব | ৫:৩৭ |
এশা | ৬:৫৪ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৭৭-সূরা মুর্সালাত ৫০ আয়াত, ২ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
৬। ওযর-আপত্তি রহিতকরণ ও সতর্ক করার জন্য ৭। নিশ্চয়ই তোমাদিগকে যে প্রতিশ্রুতি দেওয়া হইয়াছে তাহা অবশ্যম্ভাবী। ৮। যখন নক্ষত্ররাজির আলো নির্বাপিত হইবে,
যে ব্যাপারকে নিয়ন্ত্রণ করবার ক্ষমতা আমার নেই, তা নিয়ে আমি কখনো ভাবি না। -বুথ টাসিংটন।
আল্লাহর আদেশ সমূহের প্রতি প্রগাঢ় ভক্তি প্রদর্শন এবং যাবতীয় সৃষ্ট জীবের প্রতি সহানুভূতি-ইহাই ইসলাম।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,১২,৪৯৬ | ৮,২৪,৩৫,৪৮২ |
সুস্থ | ৪,৫৬,০৭০ | ৫,৮৪,৪৩,৫১৫ |
মৃত্যু | ৭,৫৩১ | ১৭,৯৯,২৯৪ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |