গত ২৯ অক্টোবর চাঁদপুর পৌর এলাকার বাবুরহাট বাজারের সনি্নকটে দক্ষিণ পাশে অ্যাডঃ কালাম শেখের ভাড়াটিয়ার বাসায় ঝুমুর (১৫) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তার আত্মহত্যা রহস্যজনক বলে জানা যায়। নিহত ঝুমুর চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ইসলামপুর গাছতলা গ্রামের আনোয়ার হোসেন গাজীর মেয়ে।
গত ২৮ অক্টোবর রাত ৯টা কিংবা ১০টায় মন্টু শেখের ছেলে শান্ত শেখ ঝুমুরদের ঘরে প্রবেশ করলে বাইরে থেকে ঘরের দরজায় তালা লাগিয়ে দেয়া হয়। পরে শান্ত শেখ দরজা ভেঙ্গে ঘর হতে বের হয়ে যায়। এ ঘটনার পরদিন ২৯ অক্টোবর সকালে ঝুমুর আত্মহত্যা করে। খবর পেয়ে মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্যে থানায় নিয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক ক'ব্যক্তি বলেন, মেয়েটির মৃত্যুটি রহস্যজনক বলে মনে হয়। মেয়েটি কোনো কিছু ছাড়া আত্মহত্যা করার বিষয় রহস্যজনক। প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নিলে এমনকি ঐ বাড়ির মালিক, ভাড়াটিয়া ও আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি ঝুমুরের সাবেক প্রেমিককে জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত ঘটনা বের হয়ে আসবে। ঝুমুর নিহতের ঘটনায় তার মা শাহিনা বেগম বাদী হয়ে ৬জনকে আসামী করে চাঁদপুরের আদালতে মামলা দায়ের করেন। আসামীরা হচ্ছে : নিহত ঝুমুরের প্রেমিক শান্ত শেখ, তার পিতা মন্টু শেখ, মাতা নাজমা বেগম, শান্তর খালাতো ভাই অপু, ঝুমুরকে প্রেমে সহায়তাকারী জান্নাত ও মহিন।
নিহত ঝুমুরের মা শাহিনা বেগম বলেন, আমি আমার মেয়ে হত্যার বিচার চাই। আর যেনো কোনো মায়ের কোল এভাবে খালি না হয়। প্রকৃত খুনিদের প্রশাসন বের করে আইনের আওতায় নিয়ে আসুক।
একটি সূত্র জানায়, ঝুমুর আত্মহত্যার পেছনে অনেক রহস্য লুক্কায়িত রয়েছে। একটি চক্র ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করছে।
এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার এসআই বিপ্লব নাহা বলেন, নিহতের মা বাদী হয়ে আদালতে আত্মহত্যা প্ররোচনা মামলা করেছে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকার বলেন, নিহতের মা আত্মহত্যা প্ররোচনা মামলা করেছেন। এ বিষয়টি তদান্তাধীন রয়েছে।
ফজর | ৫:২৩ |
যোহর | ১২:১১ |
আসর | ৪:০৪ |
মাগরিব | ৫:৪৩ |
এশা | ৬:৫৮ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৮২-সূরা ইন্ফিতার ১৯ আয়াত, ১ রুকু, মক্কী ১৬। এবং উহারা উহা হইতে অন্তর্হিত হইতে পারিবে না। ১৭। কর্মফল দিবস সম্বন্ধে তুমি কী জান? ১৮। আবার বলি, কর্মফল দিবস সম্বন্ধে তুমি কি জান? ১৯। সেই দিন একে অপরের জন্য কিছু করিবার সামর্থ্য থাকিবে না; এবং সেই দিন সমস্ত কর্তৃত্ব হইবে আল্লাহর। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
আমার মুক্তি আলোয়...। -রবীন্দ্রনাথ ঠাকুর।
যার দ্বারা মানবতা উপকৃত হয়, মানুষের মধ্যে তিনি উত্তম পুরুষ।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,১২,৪৯৬ | ৮,২৪,৩৫,৪৮২ |
সুস্থ | ৪,৫৬,০৭০ | ৫,৮৪,৪৩,৫১৫ |
মৃত্যু | ৭,৫৩১ | ১৭,৯৯,২৯৪ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |