শতাব্দীর ঐতিহ্যবাহী আধ্যাত্মিক প্রাণকেন্দ্র ছারছীনা শরীফের ১৩০তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল ও জমইয়াতে হিযবুল্লাহ সম্মেলন আজ ২৯ নভেম্বর রোববার থেকে শুরু হয়েছে। ১ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ২টায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।
২৯ নভেম্বর বাদ ফজর জিকিরের তালীমের মাধ্যমে আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব কেবলা আলহাজ্ব হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (মাঃজিঃআঃ) ৩ দিনব্যাপী মাহফিলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাহফিলে ভক্ত মুরিদান ও সংগঠনের নেতৃবৃন্দ আসতে শুরু করেছে। চাঁদপুর জেলা প্রতিনিধি জমইয়াতে হিযবুল্লাহর সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার জানিয়েছেন, প্রতিবছরের ন্যায় এ বছরও ইনশাআল্লাহ এ মাহফিল অনুষ্ঠিত হবে। চাঁদপুর জেলাধীন ছারছীনা ছিলছিলার ভুক্ত, মুরিদানের এ মাহফিলে যাতায়াতের সুবিধার্থে প্রতিদিন রাত ৯টায় ওই লাইনের লঞ্চ ছেড়ে যায়।
ফজর | ৫:২৩ |
যোহর | ১২:১১ |
আসর | ৪:০৪ |
মাগরিব | ৫:৪৩ |
এশা | ৬:৫৮ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৮২-সূরা ইন্ফিতার ১৯ আয়াত, ১ রুকু, মক্কী ১৬। এবং উহারা উহা হইতে অন্তর্হিত হইতে পারিবে না। ১৭। কর্মফল দিবস সম্বন্ধে তুমি কী জান? ১৮। আবার বলি, কর্মফল দিবস সম্বন্ধে তুমি কি জান? ১৯। সেই দিন একে অপরের জন্য কিছু করিবার সামর্থ্য থাকিবে না; এবং সেই দিন সমস্ত কর্তৃত্ব হইবে আল্লাহর। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
আমার মুক্তি আলোয়...। -রবীন্দ্রনাথ ঠাকুর।
যার দ্বারা মানবতা উপকৃত হয়, মানুষের মধ্যে তিনি উত্তম পুরুষ।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,১২,৪৯৬ | ৮,২৪,৩৫,৪৮২ |
সুস্থ | ৪,৫৬,০৭০ | ৫,৮৪,৪৩,৫১৫ |
মৃত্যু | ৭,৫৩১ | ১৭,৯৯,২৯৪ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |