বিয়ে বাড়ি থেকে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে ফরিদগঞ্জ কাভার্ড ভ্যান এবং সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোরশেদ পাটোয়ারী (৩০) নামে অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ সময় শিশুসহ ৩ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। গতকাল রোববার বিকেলে চাঁদপুর-ফরিদগঞ্জ সড়কের ধানুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোর্শেদ পাটোয়ারী চাঁদপুর সদর উপজেলার মহামায়া মান্দারী গ্রামের মোস্তফা পাটোয়ারীর ছেলে। এছাড়া অন্য যে তিন জন যাত্রী গুরুতর আহত হয়েছেন, তারা হলেন রুনু বেগম (৩৫), মালেক (৪০) ও মেহেদী (৭)। এদের তিনজনের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, রোববার দুপুরে আহত হওয়া যাত্রীরা ফরিদগঞ্জ উপজেলা থেকে বিয়ে বাড়ির দাওয়াত খেয়ে বিকেলে তাদের নিজ বাড়িতে ফিরছিলেন। তাদের বহনকৃত সিএনজি অটোরিকশাটি (চাঁদপুর থ- ১১-৪২৩৭) ধানুয়া এলাকায় আসলে চাঁদপুর থেকে ছেড়ে আসা শাহ সিমেন্টের একটি কাভার্ড ভ্যানের (ঢাকা মেট্রো-উ-১১-১৪৮১) মুখোমুখি সংঘর্ষ হয়।
আশপাশের লোকজন তাদের উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করলে কর্মরত চিকিৎসক নাজমুল হক অটোরিকশা চালক মোর্শেদ পাটোয়ারীকে মৃত ঘোষণা করেন। বাকি আহত ৩ যাত্রীর অবস্থা আশঙ্কাজনক দেখে তাদের উন্নত চিকিৎসার জন্যে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। এছাড়া যানচলাচল স্বাভাবিক করে।
ফজর | ৫:২৩ |
যোহর | ১২:১১ |
আসর | ৪:০৪ |
মাগরিব | ৫:৪৩ |
এশা | ৬:৫৮ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৮৩-সূরা মুতাফ্ফিফীন ৩৬ আয়াত, ১ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ১। দুর্ভোগ তাহাদের জন্য যাহারা মাপে কম দেয়, ২। যাহারা লোকের নিকট হইতে মাপিয়া লইবার সময় পূর্ণমাত্রায় গ্রহণ করে, ৩। এবং যখন তাহাদের জন্য মাপিয়া অথবা ওজন করিয়া দেয়, তখন কম দেয়।
অনেকের নিকট সুযোগ সবার শেষে আসে। -শিলার।
মানবতার সেবায় যিনি নিজের জীবন নিঃশেষে বিলিয়ে দিতে পারেন, তিনিই মহামানব।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,১২,৪৯৬ | ৮,২৪,৩৫,৪৮২ |
সুস্থ | ৪,৫৬,০৭০ | ৫,৮৪,৪৩,৫১৫ |
মৃত্যু | ৭,৫৩১ | ১৭,৯৯,২৯৪ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |