চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে ট্রলার ও বাল্কহেড থেকে চাঁদা উঠানোকে কেন্দ্র করে সংঘর্ষে কমপক্ষে আহত হয়েছেন ১৫ জন। ২৯ নভেম্বর সোমবার সকালে ইউনিয়নের লক্ষ্মীরচর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ৮ জন চিকিৎসাধীন রয়েছেন।
আহতরা হলেন : জসিম হাওলাদার (৪০), আমেনা আক্তার (৩৫), ইউসুফ হালদার (৬০), জান্নাত (১৩), সেলিম হাওলাদার (২২), ওয়াজ উদ্দিন হাওলাদার (৪০) ও হাসিনা আক্তার (২৫) ।
গুরুতর আহত জসিম হাওলাদার বলেন, লক্ষ্মীরচরে দীর্ঘদিন ধরে বাল্কহেড ও ট্রলারে চাঁদা তোলা হচ্ছে। ইউনিয়ন পরিষদের অনুমতি নিয়ে দুপক্ষ দীর্ঘদিন চাঁদা তুলছে। চাঁদা তুলতে বাধা দেয়ায় আমাদের উপর রাজরাজেশ্বর ইউপি মেম্বার মাসুদ পারভেজ রনির নেতৃত্বে লোকজন হামলা চালায়। তারা আমাদের বাড়িতে হামলা চালিয়ে আমাদের বউ ও মেয়েদের গুরুতর আহত করে।
এ বিষয়ে রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হযরত আলী বেপারী জানান, মূলত হামলার ঘটনাটি আমার ইউনিয়নে হয়নি। সবচেয়ে বড় বিষয় হলো, ট্রলার ও বাল্কহেড থেকে ইউনিয়ন পরিষদ চাঁদা তোলার অনুমতিপত্র দেয়নি। তারা জাহাজ মালিক সমিতির অনুমতি নিয়ে চাঁদা তোলার কাজটি করে আসছে। এ ঘটনায় আমার ইউনিয়নের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক। হামলার ঘটনাটি মূলত শরীয়তপুর জেলার কাঁচিকাটা ইউনিয়নে সংঘটিত হয়েছে।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন জানান, বাল্কহেড ও ট্রলার থেকে টাকা উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থাগ্রহণ করা হবে।
ফজর | ৫:২৩ |
যোহর | ১২:১১ |
আসর | ৪:০৪ |
মাগরিব | ৫:৪৩ |
এশা | ৬:৫৮ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৮৩-সূরা মুতাফ্ফিফীন ৩৬ আয়াত, ১ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ১। দুর্ভোগ তাহাদের জন্য যাহারা মাপে কম দেয়, ২। যাহারা লোকের নিকট হইতে মাপিয়া লইবার সময় পূর্ণমাত্রায় গ্রহণ করে, ৩। এবং যখন তাহাদের জন্য মাপিয়া অথবা ওজন করিয়া দেয়, তখন কম দেয়।
অনেকের নিকট সুযোগ সবার শেষে আসে। -শিলার।
মানবতার সেবায় যিনি নিজের জীবন নিঃশেষে বিলিয়ে দিতে পারেন, তিনিই মহামানব।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,১২,৪৯৬ | ৮,২৪,৩৫,৪৮২ |
সুস্থ | ৪,৫৬,০৭০ | ৫,৮৪,৪৩,৫১৫ |
মৃত্যু | ৭,৫৩১ | ১৭,৯৯,২৯৪ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |