ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের উদ্যোগে ইউনাইটেড কমার্শিয়াল এজেন্ট ব্যাংকিংয়ের পাটওয়ারী বাজার শাখার অর্থায়নে সড়ক দুর্ঘটনারোধে সাংবাদিকদের সুরক্ষায় ২০টি হেলমেট প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উক্ত হেলমেট প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে হস্তান্তর করেন। হেলমেট প্রদানকালে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন বলেন, সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ। অন্য সকলের সাথে তাদের অবদান সমাজে অগ্রগণ্য। তাই তাদের সুরক্ষা বেশি প্রয়োজন। এছাড়া সামাজিক দায়বদ্ধতাতো রয়েছেই। সেই লক্ষ্যকে সামনে রেখে ইউসিবি ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের পাটওয়ারী বাজার শাখার সামাজিক দায়বদ্ধতা থেকে এই হেলমেট প্রদান।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন, সাবেক সভাপতি মামুনুর রশীদ পাঠান, নূরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, ইউসিবি ব্যাংক পাটওয়ারী বাজার (আউটলেটের) পরিচালক মোঃ মোস্তফা কামালসহ সকল সাংবাদিক।
ফজর | ৫:২৩ |
যোহর | ১২:১০ |
আসর | ৪:০১ |
মাগরিব | ৫:৪০ |
এশা | ৬:৫৬ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৮৩-সূরা মুতাফ্ফিফীন ৩৬ আয়াত, ১ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ১৮। অবশ্যই পুণ্যবানদের আমলনামা 'ইলি্লয়্যীনে' ১৯। 'ইলি্লয়্যীন' সম্পর্কে তুমি কী জান ? ২০। উহা চিহ্নিত আমলনামা।
ভালো লোক কখনোই মরে না। -ক্যালিমাচাস।
পরনিন্দাকারী বেহেশতে প্রবেশ করতে পারবে না।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,১২,৪৯৬ | ৮,২৪,৩৫,৪৮২ |
সুস্থ | ৪,৫৬,০৭০ | ৫,৮৪,৪৩,৫১৫ |
মৃত্যু | ৭,৫৩১ | ১৭,৯৯,২৯৪ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |