চাঁদপুর জেলার হাইমচর উপজেলার ৮ হাজার ১০২ একর জমিতে চাঁদপুর অর্থনৈতিক অঞ্চল-২ (হাইমচর) (ঊপড়হড়সরপ তড়হব) প্রতিষ্ঠার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সানুগ্রহ অনুমোদন দিয়েছেন। চাঁদপুর জেলার সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে এটি সুদূরপ্রসারী, অত্যন্ত দূরদর্শী, ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে। জীবন-যাপন ব্যবস্থায় আনবে ব্যাপক এবং অকল্পনীয় পরিবর্তন। উন্নত জীবনের ছোঁয়া এবং সাধারণ মানুষের ভাগ্যের আমূল পরিবর্তনের বীজ বপন করায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি বিনম্র শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানিয়েছেন ভূমি সচিব।
৮,১০২ একর জমির বাজার মূল্য তিন হাজার আটশত ঊনচলি্লশ কোটি ঊনচলি্লশ লক্ষ চুরানব্বই হাজার পাঁচশত চলি্লশ টাকা (৩,৮৩৯,৩৯,৯৪,৫৪০)। তবে, রাষ্ট্রের সামগ্রিক উন্নয়নের দিক বিবেচনা করে মাত্র দশ লক্ষ এক হাজার একশত এক (১০,০১,১০১) টাকা প্রতীকী মূল্যে দীর্ঘমেয়াদী বন্দোবস্ত প্রদানের জন্যে ভূমি মন্ত্রণালয়ের প্রস্তাব মাননীয় প্রধানমন্ত্রী অনুগ্রহ করে অনুমোদন দিয়েছেন।
'' চাঁদপুর জেলার একজন অতি সাধারণ মানুষ এবং ভূমি মন্ত্রণালয়ে চাকরি করার সুবাদে সরকারি আদেশটি আমিই স্বাক্ষর করেছি। কেননা, 'ইনহাস্ত ওয়াতানাম'_এইতো আমার জন্মভূমি।''
ভূমি মন্ত্রণালয়ের সচিব মাকসুদুর রহমান পাটোয়ারী ফেইসবুক আইডি থেকে এই তথ্য প্রাপ্ত।
ফজর | ৫:২৩ |
যোহর | ১২:০৯ |
আসর | ৩:৫৯ |
মাগরিব | ৫:৩৭ |
এশা | ৬:৫৪ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৮৩-সূরা মুতাফ্ফিফীন ৩৬ আয়াত, ১ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
২১। যাহারা আল্লাহর সান্নিধ্যপ্রাপ্ত তাহারা উহা দেখে। ২২। পুণ্যবানগণ তো থাকিবে পরম স্বাচ্ছন্দ্যে, ২৩। তাহারা সুসজ্জিত আসনে বসিয়া অবলোকন করিবে। ২৪। তুমি তাহাদের মুখম-লে স্বাচ্ছন্দ্যের দীপ্তি দেখিতে পাইবে,
শিক্ষা হচ্ছে ধনাগার এবং সংস্কৃতি মৃত্যুহীন। -হেনরি অ্যাডামস।
যে পরনিন্দা করে সে নিন্দুকের অন্যতম।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,১২,৪৯৬ | ৮,২৪,৩৫,৪৮২ |
সুস্থ | ৪,৫৬,০৭০ | ৫,৮৪,৪৩,৫১৫ |
মৃত্যু | ৭,৫৩১ | ১৭,৯৯,২৯৪ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |