বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁদপুর শহর কমিটির সভাপতি বিশিষ্ট সংগঠক রোটারিয়ান রিপন সাহার গর্ভধারিণী মা রোটন সাহার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। তিনি এক শোকবার্তায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপনপূর্বক রোটন সাহার আত্মার শান্তি কামনা করেন। তিনি বলেন, প্রয়াত রোটন সাহা অত্যন্ত ভালো মনের ও পরোপকারী একজন মানুষ ছিলেন। তিনি সহজেই মানুষকে আপন করে নিতে জানতেন। সে যেন স্বর্গবাসী হন এবং তার পরিবার-পরিজন যাতে এ শোক কাটিয়ে উঠতে পারেন, তার জন্যে আমি মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করছি।
উল্লেখ্য, রোটন সাহা গত ৩ ডিসেম্বর ঢাকা ধানমন্ডি জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন।
ফজর | ৫:২৩ |
যোহর | ১২:০৯ |
আসর | ৩:৫৮ |
মাগরিব | ৫:৩৭ |
এশা | ৬:৫৩ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৮৩-সূরা মুতাফ্ফিফীন ৩৬ আয়াত, ১ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
২১। যাহারা আল্লাহর সান্নিধ্যপ্রাপ্ত তাহারা উহা দেখে। ২২। পুণ্যবানগণ তো থাকিবে পরম স্বাচ্ছন্দ্যে, ২৩। তাহারা সুসজ্জিত আসনে বসিয়া অবলোকন করিবে। ২৪। তুমি তাহাদের মুখম-লে স্বাচ্ছন্দ্যের দীপ্তি দেখিতে পাইবে,
শিক্ষা হচ্ছে ধনাগার এবং সংস্কৃতি মৃত্যুহীন। -হেনরি অ্যাডামস।
যে পরনিন্দা করে সে নিন্দুকের অন্যতম।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,১২,৪৯৬ | ৮,২৪,৩৫,৪৮২ |
সুস্থ | ৪,৫৬,০৭০ | ৫,৮৪,৪৩,৫১৫ |
মৃত্যু | ৭,৫৩১ | ১৭,৯৯,২৯৪ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |