কচুয়ায় প্রসন্নকাপ গ্রামে হালিমা আক্তার (২৪) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত ১২ জানুয়ারি মঙ্গলবার প্রসন্নকাপ গ্রামে ওই নারীর শ্বশুরবাড়ি থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত হালিমা আক্তার কচুয়া উপজেলার লতিফপুর গ্রামের আব্দুল জলিলের মেয়ে।
আব্দুল জলিলের দাবি, হালিমাকে তার স্বামী রাসেল, শ্বশুর আলী আজগর ও শাশুড়ি রেহেনা বেগম পরিকল্পিতভাবে হত্যা করেছেন।
জানা গেছে, প্রায় এক বছর আগে হালিমা আক্তারকে একই উপজেলার প্রসন্নকাপ গ্রামে আলী আজগরের ছেলে রাসেলের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে দেয়া হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় হালিমাকে মারধর করা হতো। এ নিয়ে বেশ কয়েকবার সালিস বৈঠকও হয়েছে।
তবে অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করে বলেন, হালিমা আক্তার বিয়ের পর থেকে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। কিভাবে তার মৃত্যু হয়েছে তারা জানেন না।
এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিউদ্দিন জানান, নিহতের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। বাদীর অভিযোগের প্রেক্ষিতে স্বামী, শ্বশুর ও শাশুড়িকে আটক করা হয়েছে। সুরতহালে আমরা তেমন কোনো আঘাতের চিহ্ন পাইনি। তবে ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। সূত্র : জাগো নিউজ।
ফজর | ৫:২৩ |
যোহর | ১২:১০ |
আসর | ৪:০২ |
মাগরিব | ৫:৪০ |
এশা | ৬:৫৬ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৮৯-সূরা ফাজর : ৩০ আয়াত, ১ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ৫। নিশ্চয়ই ইহার মধ্যে শপথ রহিয়াছে বোধসম্পন্ন ব্যক্তির জন্য। ৬। তুমি কি দেখ নাই তোমার প্রতিপালক কি করিয়াছিলেন 'আদ বংশের- ৭। ইরাম গোত্রের প্রতি-যাহারা অধিকারী ছিল সুউচ্চ প্রাসাদের?-
যার বাড়িতে একটি লাইব্রেরি আছে, মানসিক ঐশ্বর্যের দিক দিয়ে সে অনেক বড়। -হেনরিক ইবসেন।
দয়া ঈমানের প্রমাণ ; যার দয়া নেই তার ঈমান নেই।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,১২,৪৯৬ | ৮,২৪,৩৫,৪৮২ |
সুস্থ | ৪,৫৬,০৭০ | ৫,৮৪,৪৩,৫১৫ |
মৃত্যু | ৭,৫৩১ | ১৭,৯৯,২৯৪ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |