চাঁদপুরে নতুন করে আরো ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল শুক্রবার ১৯টি স্যাম্পলের রিপোর্টে এ ৪ জনের করোনা পজিটিভ আসে। স্যাম্পলের বাকি ১৫ জনের রিপোর্ট নেগেটিভ আসে। এ নিয়ে জেলায় করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭শ' ৪৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৫শ' ৯৪ জন। চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র থেকে এ সব তথ্য জানা যায়।
সূত্র থেকে আরো জানা যায়, গতকাল ২২ জানুয়ারি শুক্রবার ভাষাবীর এমএ ওয়াদুদ আরটি পিসিআর ল্যাবে ১৯টি স্যাম্পলের করোনা টেস্ট করা হয়। এই স্যাম্পলগুলো ২১ জানুয়ারি বৃহস্পতিবার সংগৃহীত। আক্রান্ত ব্যক্তিদের সবাই চাঁদপুর সদর উপজেলার।
চাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা হচ্ছে ৮৭। সুস্থ এবং মৃতের সংখ্যা বাদ দিয়ে বাদবাকি ৬৫জন বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
ফজর | ৫:০৬ |
যোহর | ১২:১২ |
আসর | ৪:২৩ |
মাগরিব | ৬:০৪ |
এশা | ৭:১৬ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৯০-সূরা বালাদ ২০ আয়াত, ১ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ৫। সে কি মনে করে যে, কখনও তাহার উপর কেহ ক্ষমতাবান হইবে না? ৬। সে বলে, 'আমি প্রচুর অর্থ নিঃশেষ করিয়াছি।' ৭। সে কি মনে করে যে, তাহাকে কেহ দেখে নাই?
কারো প্রশ্নের জবাব দিতে হলে তা প্রথমে মনোযোগ দিয়ে শোনা। _এমি লাওয়েল।
বৃহস্পতিবার : ২১ জানুয়ারি ২০২১ ফজর : ০৫ : ২৬ মিঃ সূর্যোদয় : ০৬ : ৪৩ মিঃ ইশরাক : ০৭ : ০৬ মিঃ যোহর : ১২ : ১২ মিঃ আছর : ০৩ : ৫৬ মিঃ মাগরিব : ০৫ : ৩৬ মিঃ এশা : ০৬ : ৩৬ মিঃ
যে ব্যক্তি আল্লস্নাহ ও আখেরাতের উপর ঈমান রাখে তার ভালো ও পরিচ্ছন্ন কথা বলা উচিত অথবা নীরব থাকা বাঞ্ছনীয় । পরিচ্ছন্ন কথা হচ্ছে দান কাজের সমতুল্য।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,৩৮,০৬২ | ১০,৬৪,২৭,১০৩ |
সুস্থ | ৪,৮৩,৩৭২ | ৭,৮০,৮৪,৯০৯ |
মৃত্যু | ৮,২০৫ | ২৩,২২,০৫৩ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |