চাঁদপুর নৌ পুলিশ চারটি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে নিষিদ্ধ সাইজের ৭০০ কেজি জাটকাসহ ৪ জনকে আটক করেছে।
শনিবার ভোরে ভোলা থেকে আসা তারিফ-৪, কর্ণফুলী-১২ ও আল ওয়ালিদ-৯ নামক লঞ্চে নৌ থানা পুলিশ অভিযান চালায়।
এ সময় ওই পরিমাণ জাটকা ইলিশসহ মাছ চালানী কামাল হোসেন (২০), সবুজ (২৩), হাসান বেপারী (১৯) ও মোশারফ হোসেনকে (৩৫) আটক করা হয়।
চাঁদপুর নৌ থানা পুলিশের ইনচার্জ জহির জানান, ভোলা জেলা থেকে লঞ্চযোগে জাটকা ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে আমরা এসব লঞ্চে তল্লাশি চালাই। এ সময় বিপুল পরিমাণ জাটকা ইলিশসহ ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা দায়ের করা হবে।
স্থানীয় মৎস্য কর্মকর্তা আশিকুর রহমান জানান, নৌ পুলিশ ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে জাটকাগুলো জব্দ করা হয়েছে। জব্দকৃত মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।
ফজর | ৫:০৮ |
যোহর | ১২:১২ |
আসর | ৪:২২ |
মাগরিব | ৬:০৩ |
এশা | ৭:১৫ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৮৯-সূরা ফাজর : ৩০ আয়াত, ১ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
assets/data_files/web
আমার জিহ্বা যদিও আমার আত্মা নয়, তবুও তার ইচ্ছা আছে। -শেঙ্পিয়র।
নফস্কে দম করাই সর্বপ্রথম জিহাদ।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,৩৮,০৬২ | ১০,৬৪,২৭,১০৩ |
সুস্থ | ৪,৮৩,৩৭২ | ৭,৮০,৮৪,৯০৯ |
মৃত্যু | ৮,২০৫ | ২৩,২২,০৫৩ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |