চাঁদপুর শহরের ওয়্যারলেস এলাকার সিরাজ বরকন্দাজ ও মোল্লা বাড়ি রোডে রাতের অাঁধারে নিজ সম্পত্তির উপর থাকা বাউন্ডারি দেয়াল কে বা কারা ভাংচুর করেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মোঃ সামছুদ্দিন খান। এ বিষয়ে তিনি ২৪ জানুয়ারি বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। যার নং-১৯৯। অভিযোগের প্রেক্ষিতে ২৫ জানুয়ারি সোমবার বিকেলে চাঁদপুর সদর মডেল থানার এসআই (উপ-পরিদর্শক) মোঃ নাছির উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।
অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, ২০১৯ সালের ২০ আগস্ট জনৈক শাহজালাল মোল্লা হতে তফসিলকৃত ২৬নং হালে ৪৪নং তরপুরচ-ী মৌজার সিরাজ বরকন্দাজ ও মোল্লা বাড়ি রোডে চাঁদপুর সদর সাব রেজিস্ট্রার অফিসে রেজিস্ট্রীকৃত ৪৬৩৮নং সাব কবলা দলিল মূলে ৪ শতাংশ ৫৪ পয়েন্ট ভূমি ক্রয় করেন মোঃ সামছুদ্দিন খান। পরে তিনি নিজ নামে ৫৯০৩নং খারিজ করে উক্ত সম্পত্তির চারদিকে বাউন্ডারি নির্মাণ করাকালীন ও বাউন্ডারির ভেতর ছোট একটি টিনের ঘর নির্মাণ করেন। যার হোল্ডিং নং ০৫৫৭-০২। পূর্বের মালিক শাহজালাল মোল্লার ফ্ল্যাটে প্রবেশের রাস্তার বাউন্ডারি দেয়াল ও মোঃ সামছুদ্দিন খানের ফ্ল্যাটের বাউন্ডারি দেয়াল যৌথ উদ্যোগে নির্মাণ করা হয়। গত ২২ জানুয়ারি রাতের অাঁধারে কে বা কারা বাউন্ডারি দেয়ালটি ভাংচুর করে।
সম্পত্তির মালিক মোঃ সামছুদ্দিন খান জানান, আমি ২২ জানুয়ারি রাত আনুমানিক সাড়ে ৯টায় সম্পত্তি দেখাশোনা করে বাসায় চলে যাই। পরের দিন সকালে এসে বাউন্ডারি দেয়াল ভাঙ্গা দেখতে পাই। সাথে সাথে আমি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করি। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় রয়েছি।
ফজর | ৫:০৬ |
যোহর | ১২:১২ |
আসর | ৪:২৩ |
মাগরিব | ৬:০৪ |
এশা | ৭:১৬ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৯০-সূরা বালাদ ২০ আয়াত, ১ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
১৬। অথবা দারিদ্র্য-নিষ্পেষিত নিঃস্বকে, ১৭। তদুপরি সে অন্তর্ভুক্ত হয় মু'মিনদের এবং তাহাদের, যাহারা পরস্পরকে উপদেশ দেয়, ধৈর্য ধারণের ও দয়া-দাক্ষিণ্যের;
বন্ধু অপেক্ষা শত্রুকে পাহারা দেওয়া সহজ। _আলকমেয়ন।
যারা সংসার থেকে চলে গেছে তাদের দোষ কীর্তন করো না।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,৩৮,০৬২ | ১০,৬৪,২৭,১০৩ |
সুস্থ | ৪,৮৩,৩৭২ | ৭,৮০,৮৪,৯০৯ |
মৃত্যু | ৮,২০৫ | ২৩,২২,০৫৩ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |