মতলব উত্তর উপজেলার ষাটনল দারুল উলুম কাসিমিয়া ইসলামীয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্র সিফাত উল্লাহ (১০)কে অপহরণের ৫দিন পর গতকাল ২৫ জানুয়ারি সোমবার কুমিল্লার বরুড়া থেকে উদ্ধার করেছে মতলব উত্তর থানা পুলিশ। এ সময় অপহরণকারী মাদ্রাসার বাবুর্চি মোঃ কেফায়েত উল্লাহকেও আটক করা হয়। আটককৃত কেফায়েত উল্লাহ ওই মাদ্রাসায় বাবুর্চির কাজ করতেন। তিনি কুমিল্লা জেলার বরুড়া উপজেলার বিজয়পুর দক্ষিণ পাড়া (খাড় বাড়ি) মৃত মিন্নত আলীর ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ২১ জানুয়ারি অপহরণকারী বিভিন্ন প্রলোভন দেখিয়ে পূর্ব পরিকল্পিতভাবে অপহরণ করে মাদরাসা ছাত্র সিফাত উল্লাহকে নিয়ে যান।
ষাটনল গ্রামের সিফাত উল্লাহর বাবা মোঃ আমির হোসেন তাৎক্ষণিক মতলব উত্তর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। এরই প্রেক্ষিতে অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন মৃধার সার্বিক তত্ত্বাবধানে থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আব্দুল আউয়াল সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহায়তায় তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দ্রুত আসামী মোঃ কেফায়েত উল্লাহ (২৮)-এর অবস্থান নির্ণয় করে কুমিল্লা জেলাধীন বরুড়া থানার বিজয়পুর গ্রাম থেকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে ভিকটিম সিফাত উল্লাহ (১০)কে উদ্ধার করা হয়।
মতলব উত্তর থানার ওসি মোঃ নাসির উদ্দিন মৃধা বলেন, ঘটনার বিষয়ে আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ফজর | ৫:০৬ |
যোহর | ১২:১২ |
আসর | ৪:২৩ |
মাগরিব | ৬:০৪ |
এশা | ৭:১৬ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৯০-সূরা বালাদ ২০ আয়াত, ১ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
১৬। অথবা দারিদ্র্য-নিষ্পেষিত নিঃস্বকে, ১৭। তদুপরি সে অন্তর্ভুক্ত হয় মু'মিনদের এবং তাহাদের, যাহারা পরস্পরকে উপদেশ দেয়, ধৈর্য ধারণের ও দয়া-দাক্ষিণ্যের;
বন্ধু অপেক্ষা শত্রুকে পাহারা দেওয়া সহজ। _আলকমেয়ন।
যারা সংসার থেকে চলে গেছে তাদের দোষ কীর্তন করো না।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,৩৮,০৬২ | ১০,৬৪,২৭,১০৩ |
সুস্থ | ৪,৮৩,৩৭২ | ৭,৮০,৮৪,৯০৯ |
মৃত্যু | ৮,২০৫ | ২৩,২২,০৫৩ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |