চাঁদপুর শহরের বাবুরহাটে অবস্থিত শিশু পরিবারের পদ্মা ভবনের ৪ তলার স্টোর রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, শিশু পরিবারের ২টি বহুতল ভবনের ১টির নাম পদ্মা। উক্ত ভবনের ৪র্থ তলার স্টোর রুমে গতকাল ২৭ জানুয়ারি সকাল সাড়ে ৭টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানান শিশু পরিবার কর্তৃপক্ষ।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সকাল ৮টায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। তিনি ঘটনা সম্পর্কে জানেন। পাশাপাশি তিনি শিশু পরিবারে থাকা শিশুদের সাথেও এ ঘটনার বিষয়ে কথা বলেন, তাদের খোঁজ-খবর নেন।
এরপর তিনি শিশু পরিবারের অফিস কক্ষে গিয়ে কর্মরত সকল কর্মকর্তার সাথে কথা বলেন। ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে দেন। এ কমিটিকে আগামী ৩ (তিন) কার্য দিবসের মধ্যে ঘটনা তদন্ত করে ঘটনার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অন্যান্য বিষয়সহ প্রতিবেদন দেয়ার নির্দেশনা দেন। অগ্নিকাণ্ডের সূত্র বা উৎস সম্পর্কে কর্তৃপক্ষ তাৎক্ষণিক কিছু বলতে পারেনি।
পরিদর্শনকালে জেলা প্রশাসকের সাথে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান মানিক, ইমরান মাহমুদ ডালিম, সমাজসেবার উপ-পরিচালক রজত শুভ্র সরকার, সহকারী পরিচালক মনিরুল ইসলাম ও ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আকবর।
ফজর | ৫:০৪ |
যোহর | ১২:১১ |
আসর | ৪:২৪ |
মাগরিব | ৬:০৫ |
এশা | ৭:১৮ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৯১-সূরা শাম্স ১৫ আয়াত, ১ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
১। শপথ সূর্যের এবং উহার কিরণের, ২। শপথ চন্দ্রের, যখন উহা সূর্যের পর আবির্ভূত হয়, ৩। শপথ দিবসের, যখন সে উহাকে প্রকাশ করে,
বোকা এবং তার টাকা খুব শীঘ্রই বিতর্কের বিষয় হয়ে দাঁড়ায়। _টমাস টুমার।
যার দ্বারা মানবতা উপকৃত হয়, তিনিই মানুষের মধ্যে শ্রেষ্ঠ।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,৩৮,০৬২ | ১০,৬৪,২৭,১০৩ |
সুস্থ | ৪,৮৩,৩৭২ | ৭,৮০,৮৪,৯০৯ |
মৃত্যু | ৮,২০৫ | ২৩,২২,০৫৩ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |