চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি অঞ্জনা খান মজলিশের সাথে কার্যনির্বাহী পরিষদ সদস্যদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৬ জানুয়ারি মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি অঞ্জনা খান মজলিশ।
মতবিনিময়কালে তিনি বলেন, করোনাকালে আমরা সবাই স্থবির হয়ে পড়েছিলাম। অন্যান্য সব কিছুর মতো খেলাধুলাও করা যায়নি। যেহেতু ভ্যাকসিন আগামী কিছুদিনের মধ্যে চলে আসছে, সেক্ষেত্রে জেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম আবারও শুরু করতে পারবো। সামনে কাবাডি টুর্নামেন্টের আয়োজন করা হবে। ইনশাআল্লাহ স্বাস্থ্যবিধি মেনে আমরা তা উদ্যাপন করবো।
জেলা প্রশাসক আরও বলেন, কেনো জানি মনে হয়, চাঁদপুরবাসী আমার অপরিচিত কেউ নয়। খুব অল্প সময়ের মধ্যেই সবাইকে আমার আপনজন মনে হচ্ছে।
সভায় বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) কাজী আব্দুর রহিম, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু প্রমুখ।
উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের সদস্য তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, রোটাঃ মোহাম্মদ আলী জিন্নাহ পাটওয়ারী, ওমর পাটওয়ারী, রোটাঃ তমাল কুমার ঘোষ, আবুল কাশেম আখন্দ, রোটাঃ শরীফ মোঃ আশ্রাফুল হক, তপন চন্দসহ অন্য কর্মকর্তাগণ।
সংক্ষিপ্ত আলোচনা সভার পূর্বে কার্যনির্বাহী পরিষদের সদস্যরা নিজ নিজ পরিচয় দেন এবং নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
ফজর | ৫:০৪ |
যোহর | ১২:১১ |
আসর | ৪:২৪ |
মাগরিব | ৬:০৫ |
এশা | ৭:১৭ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৯১-সূরা শাম্স ১৫ আয়াত, ১ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
১। শপথ সূর্যের এবং উহার কিরণের, ২। শপথ চন্দ্রের, যখন উহা সূর্যের পর আবির্ভূত হয়, ৩। শপথ দিবসের, যখন সে উহাকে প্রকাশ করে,
বোকা এবং তার টাকা খুব শীঘ্রই বিতর্কের বিষয় হয়ে দাঁড়ায়। _টমাস টুমার।
যার দ্বারা মানবতা উপকৃত হয়, তিনিই মানুষের মধ্যে শ্রেষ্ঠ।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,৩৮,০৬২ | ১০,৬৪,২৭,১০৩ |
সুস্থ | ৪,৮৩,৩৭২ | ৭,৮০,৮৪,৯০৯ |
মৃত্যু | ৮,২০৫ | ২৩,২২,০৫৩ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |